• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুর সম্রাজ্ঞীকে সেরা শ্রদ্ধাঞ্জলী, বাংলার গর্ব অরিজিৎ থেকে সোনুর গান ছুঁয়ে গেল শ্রোতাদের মন

Published on:

লতা মঙ্গেশকর,Lata Mangeshkar,অরিজিৎ সিং,Arijit Singh,সোনু নিগম,Sonu Nigam,আলকা ইয়াগ্নিক,Alka Yagnik

নতুন বছরের শুরুতেই  দেবী সরস্বতীর বিসর্জনের দিনেই প্রয়াত হয়েছেন ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর মৃত্যুতেগোটা দেশের সঙ্গীত জগতে তৈরি হয়েছে এক বিরাট শূন্যস্থান। যা  এককথায় অপূরণীয়। বলা হয় স্বয়ং দেবী সরস্বতীর বাস ছিল  লতাজীর কন্ঠে। তাই লতাজীকে তাঁর ভক্তরা বসিয়েছেন স্বয়ং দেবী সরস্বতীরআসনে।

কথায় আছে ‘শিল্পীর মৃত্যু নেই’। একথাকে সত্যি করেই যুগের পর যুগ ধরে নিজের গানের মধ্যে দিয়েই জীবিত থেকে যাবেন আমাদের সকলের প্রিয় লতাজী। এই কারণেই শিল্পীর তুলনা নিজেই, পৃথিবীতে এই ভারতীয় নাইটেঙ্গেলের বিকল্প যে আর কেউ কোনদিন হতে পারবেন না একথা একপ্রকার নিশ্চিত।

লতা মঙ্গেশকর,Lata Mangeshkar,অরিজিৎ সিং,Arijit Singh,সোনু নিগম,Sonu Nigam,আলকা ইয়াগ্নিক,Alka Yagnik

এবার প্রয়াত সুর সাম্রাজ্ঞীকে গানে গানে শ্রদ্ধা জানাতে খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় একটি স্মরণীয় সংগীত অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি স্টার জলসার সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজে সেই অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে প্রিয় লতাজিকে গানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা গেল দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগাম (Sonu Nigam) থেকে শুরু করে আলকা ইয়াগ্নিক (Alka Yagnik) এবং বাংলার গর্ব অরিজিৎ সিং (Arijit Singh) কেও।

লতা মঙ্গেশকর,Lata Mangeshkar,অরিজিৎ সিং,Arijit Singh,সোনু নিগম,Sonu Nigam,আলকা ইয়াগ্নিক,Alka Yagnik

প্রসঙ্গত স্টার জলসার এই অনুষ্ঠান আসলে স্টারপ্লাসের হিন্দি গানের অনুষ্ঠান  ‘নাম রেহ জায়েঙ্গে’-র  বাংলা ডাবিং। যার বাংলায় নাম দেওয়া হয়েছে ‘চলে যেতে যেতে’। তবে এখনো পর্যন্ত জানা যায়নি স্টার জলসার পর্দায়  এই শো কবে থেকে দেখা যাবে। তবে এই অনুষ্ঠানের ভিডিওতে জানা পুরো দুনিয়া লতাজিকে দিদি বলে ডাকলেও তিনি তাঁকে মা বলেই  ডাকতেন।

এদের সোনু নিগমের গলায় শোনা গেল জনপ্রিয়র  ‘নাম রেহ জায়েঙ্গে’ গান। আলকা ইয়াগ্নিক গাইলেন ‘আজিব দাস্তা হে ইয়ে’। আর অরিজিৎ সিং -এর গলায় শোনা যাচ্ছে পুরোনো বাংলা গান ‘চলে যেতে যেতে’। এই ভিডিওটি  স্টার জলসার পেজে আপলোড করার পর থেকেই কমেন্ট সেকশনে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলেই বুঝে গিয়েছেন এটা যে আসলে স্টার প্লাস এর ‘নাম রেহ জায়েঙ্গে’  শোএর বাংলা ডাবিং।  তবুও ইতিমধ্যেই এই ভিডিওটিতে লাইক পরেছে ১৩ হাজার ,আর ভিউজ হয়েছে ২৫৩ হাজার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥