• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কনসার্ট শেষে রাতেই হাসপাতালে সোনু নিগম! উদ্বেগ প্রকাশ করে বললেন ‘প্রাণহানি হতে পারতো’

Published on:

Sonu Nigam opens up about last night mumbai concert

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় প্লে ব্যাক সিঙ্গার (Playback Singer) হলেন সোনু নিগম (Sonu Nigam)। বিগত কয়েক দশক ধরে তাঁর গানের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা দেশ। গতকাল মুম্বাইয়ে গানের কনসার্ট (Concert) শেষে বেরনোর পথে ভক্তদের সেলফি তোলার আবদার না মেটানোয় ধাক্কাধাক্কির মুখে পড়েন গায়ক (Singer)। হুড়োহুড়িতে গায়কের ছোট না লাগলেও গুরুতর জখম হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী এবং এক বন্ধু।

এদিন গতরাতের এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন খোদ গায়ক সোনু নিগম। কনসার্ট শেষে হাসপাতালে গিয়েছিলেন গায়ক। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ‘অনুষ্ঠান শেষে আমি মঞ্চ থেকে নামার সময় স্বপ্নিল প্রকাশ ফাটারপেকার নামে এক ব্যক্তি আমার কাছে চলে আসেন। জোর করে আমার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন তিনি। আমি বাধা দিই। কিন্তু, সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কিতে আমি সিঁড়িতে পড়ে যাই। আমায় বাঁচাতে এগিয়ে এসেছিস হরি এবং রব্বানি। ঘটনায় ওরা দু’জনেই চোট পেয়েছে’।

Sonu Nigam Says India has no National Language mentioned in constitution

প্রসঙ্গত গায়কের এই বন্ধু রব্বানি খান হলেন  গুলাম মুস্তাফা খানের ছেলে। সেইসাথে এদিন উদ্বেগ প্রকাশ করে সোনু জানিয়েছেন গতকালের ওই ঘটনায় ‘প্রাণ হানি’র মতো ঘটনা ঘটতে পারতো। তাঁর কথায়, ‘গতকাল সন্ধ্যার ওই ঘটনায় আমার বন্ধুর প্রাণহানি হতে পারত। যেভাবে ধাক্কাধাক্কিতে ও পড়ে গিয়েছিল, তাতে মেঝেতে পড়ে থাকা লোহার রড ওর শরীরে বীভৎস আঘাত লাগতে পারত। এমনকী আমি ওই একই জায়গায় পড়ে গিয়েছিলাম। বরাতজোরে রক্ষা পেয়েছি আমরা’।

জানা যাচ্ছে ইতিমধ্যেই মুম্বাইয়ের চেম্বুর থানায় (Mumbai Police) অভিযুক্ত স্বপ্নিল প্রকাশ ফাটারপেকারের নামে একটি FIR দায়ের করেছেন সোনু নিগম। এপ্রসঙ্গে সোনু নিগম বলেছেন ‘আমি ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছি। এই ঘটনা থেকে সকলেরই শিক্ষা হওয়া উচিত। জোর করে ধাক্কাধাক্কি করে সেলফি তোলা অনুচিত’।

তবে জানা যাচ্ছে পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।এপ্রসঙ্গে সোনু নিগমের সংযোজন,’আমি ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছি। এই ঘটনা থেকে সকলেরই শিক্ষা হওয়া উচিত। জোর করে ধাক্কাধাক্কি করে সেলফি তোলা অনুচিত’।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবরএই ঘটনায় অভিযুক্ত স্বপ্নিল প্রকাশ ফাটারপেকার আসলে শিবসেনার উদ্ধব ঠাকরে লবির বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে। এদিনের ধাক্কাধাক্কির ঘটনায় তাঁর সঙ্গে ছিলেন বিধায়কের ভাইপোও।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥