• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গান গাওয়ানোর বদলে ছেলে মেয়েদের দিয়ে প্রেম করানো হয়!বলিউড নিয়ে ফের বিস্ফোরক সোনু নিগম

Published on:

সোনু নিগম,বলিউড,গায়ক,হিন্দি গান,রিয়েলিটি শো,Sonu nigam,Bollywood

একবার নয় বারংবার বলিউডের বিভিন্ন সিস্টেমের উপর আঙুল তুলেছেন বিখ্যাত গায়ক সোনু নিগম (Sonu Nigam)। বিশেষ করে গানের বিভিন্ন রিয়েলিটি শো গুলি নিয়ে বীতশ্রদ্ধ সোনু। ভালো গান আর ভালো গায়কের প্রতি মানুষের আকর্ষণ সেই আদ্যকাল থেকেই রয়েছে। আর বর্তমান যুগে গানের শিল্পীদের খুঁজে বের করার জন্য একাধিক রিয়্যালিটি শোর আয়োজন করা হয় ঠিকই, কিন্তু তাতে সুবিচার কতটা হয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।।

সোনু নিগম আজকের গায়ক নন, গত কয়েক দশক ধরেই বলিউড কিংবা টলিউডে একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। তার কন্ঠে ঠোঁট বুলিয়েছেন সলমন খান, শাহরুখ খান, আমির খানের মতো নায়করাও। কিন্তু একটা সময় পর আশ্চর্যজনকভাবে নিজেকে বলিউড থেকে ধীরে ধীরে সরিয়ে নিয়েছেন সোনু।

Sonu Nigam with Son Nevaan Nigam সোনু নিগম ছেলে নিভান নিগম

এবার নিজের মুখেই জানালেন তার সরে যাওয়ার কারণ। একযুগের সেরা গায়ক সোনু একথা আগেও জানিয়েছেন এখনও মনে করেন এ যুগের সংগীত পরিচালকদের কাজের ধরণ খুব ভুল। এখন গান গাইতে গেলে সোনুকেও নাকি অডিশন দিতে হবে। এই কাজ করতে এক্কেবারে নারাজ সোনু।

Sonu Nigam

সোনু ক্ষোভ উগড়ে দিয়ে আরও জানান, আজকাল গায়ক গায়িকাদের দিয়ে যেভাবে খুশি গান গাওয়ানো হয়। একই গান বিভিন্ন শিল্পীদের দিয়েও গাওয়ানো হয়, Trp এর জন্য প্রেম ও করানো হয়। এইসব সোনুর কাছে স্বয়ম্বরের মতো মনে হয়। কিন্তু সোনু নিরাপত্তাহীনতায় ভোগেন না, তাই কোনও পরিচালক প্রযোজকদের পিছনে ছোটার বালাই নেই তার। গান বা কাজ তার কাছে নিজে নিজেই আসে।

সোনু নিগম,বলিউড,গায়ক,হিন্দি গান,রিয়েলিটি শো,Sonu nigam,Bollywood

এই মুহুর্তে আমির খানের ছবি ‘লাল সিং চড্ডা’ র জন্য রেকর্ডিং সারছেন সোনু। প্রীতমের কথায় সোনু ছাড়া এই গান আর কেউ গাইবে না। তাই কলার তুলে আমির খানের বহু প্রতীক্ষিত ছবির জন্য গান গাইছেন সোনু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥