খুব তাড়াতাড়িই দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পর্দায় ফিরছেন মোহর অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। মাত্র ৪ দিন আগেই প্রকাশ্যে এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)-র প্রমো। বহু প্রতিক্ষীত এই সিরিয়ালের প্রথম প্রোমো (First Promo) দেখার পর থেকেই আর তর সইছে দর্শকদের।
আর আজই অর্থাৎ রথের দিন সকালেই প্রকাশ্যে আসল সোনামণির নতুন সিরিয়ালের সময় আর দিনক্ষণ (Time Slot)। প্রসঙ্গত জল্পনা কে সত্যি করেই এই সিরিয়ালে সোনামণির সাথেই জুটি বাঁধছেন স্টার জলসার ‘শ্রীময়ী’ সিরিয়ালের শ্রীময়ীর ছেলে ডিঙ্কা চরিত্রের অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)।
একেবারে পারিবারিক এবং হসপিটাল ড্রামা কেন্দ্রিক এই সিরিয়ালের গল্প আধারিত হবে সেন এবং মজুমদার নামের দুই বাঙালি পরিবারকে কেন্দ্র করে। প্রকাশ্যে আসা প্রমো দেখে দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন সেন বাড়ির বর্তমান প্রজন্ম পোখরাজ সেন এবং মজুমদার বাড়ির বর্তমান প্রজন্ম রাধিকা মজুমদারই হলেন এই সিরিয়ালের নায়ক নায়িকা। তারা দুজনেই এম বি বি এস ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রী।
প্রসঙ্গত নতুনকে জায়গা দিতে পুরনোকে জায়গা ছাড়তে হয়। বাংলা সিরিয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য একই কথা। আজ সকালেই জানা গিয়েছে আগামী ১৮ জুলাই থেকে স্টার জলসার নতুন সিরিয়াল ‘এক্কাদোক্কা’ সম্প্রচারিত হবে টিভির পর্দায়। এছাড়া আরও জানা যাচ্ছে এবার জি বাংলার উর্মি সত্যকিকে টেক্কা দিতেই আগামী ১৮ জুলাই থেকে রাত নটার সময় ষ্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে পোখরাজ আর রাধিকার এই সিরিয়াল।
প্রসঙ্গত এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে সম্প্রচারিত হতে দেখা যেত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল,’আয় তবে সহচরী’ (Aye Tobe sohochori)।তবে সোনামনির নতুন সিরিয়াল শুরু হওয়ায় এবার জায়গা বদল হচ্ছে সহচরির। ফলে আগামী ১৮ জুলাই থেকে রাট ১০ তাই এই সিরিয়াল দেখানো হবে বলে জানিয়ে দেয়া হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সেইসাথে শোনা যাচ্ছে ‘গঙ্গারাম’ সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবর।