সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ষ্টার জলসার ‘মোহর’ (Mohor) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তিন মাস হলো শেষ হয়েছে এই জনপ্রিয় সিরিয়াল। তবে এমন কিছু কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় দর্শকদের মনের মনিকোঠায়। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর (Leena Ganguly) লেখা এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হলো মোহর।
এই কারণে এই সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালের চরিত্রদের আজও ভোলেননি দর্শকরা। এখনও শঙ্খ-মোহর বলতে অজ্ঞান অসংখ্য অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সিরিয়ালের ফ্যানপেজ গুলিতে চোখ রাখলেই যার প্রমান মেলে হামেশাই। সিরিয়ালের মোহর অভিনেত্রী সোনামণি সাহা নিজের অভিনয় গুণে আগেই মন জয় করেছিলেন দর্শকদের।
দর্শকমহলে একটা নিজস্ব ফ্যানবেস রয়েছে এই অভিনেত্রীর। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সোনামণির নতুন সিরিয়াল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)-র নতুন প্রমো। এই সিরিয়ালের হাত ধরেই অভিনেত্রী আবারও কাজ লিনা গাঙ্গুলীর সংস্থার সাথেই। তাই সেই একই ষ্টুডিও,একই মানুষজনের সাথেই কাজে ফিরছেন সোনামনি। শুধু পাল্টে গিয়েছে গল্প আর চরিত্র।
এই নতুন সিরিয়ালে সোনামণি জুটি বাঁধছেন শ্রীময়ী খ্যাত ডিঙ্কা অভিনেতা সপ্তর্শি মৌলিক (Saptarshi Moulik)-এর সাথে। তাই সোনামনি আর সপ্তর্ষির নতুন সিরিয়ালের প্রথম প্রমো প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উচ্ছ্বাস রয়েছেচোখে পড়ার মতো। নতুন সিরিয়ালে সোনামনির চরিত্রের নাম হয়েছে রাধিকা। আর সপ্তর্ষির নাম হয়েছে পোখরাজ। সিরিয়ালে তারা দুজনেই ডাক্তারি পড়ছেন।
পারিবারিক কারণে তাদের মধ্যে প্রথম থেকেই থাকবে কড়া টক্কর। তবে এই নতুন পোখরাজ রাধিকা জুটির জনপ্রিয়তার সামনে কি ফিকে হয়ে যাবে শঙ্খ-মোহর জুটির সম্পর্কের রসায়ন। সম্প্রতি এই প্রশ্নই রাখা হয়েছিল অভিনেত্রী সোনামণি সাহার কাছে। উত্তরে অবশ্য অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজে কখনও শঙ্খ-মোহর জুটির জনপ্রিয়তার নষ্ট করতে চান না। তবে নতুন জুটি জনপ্রিয়তা পাক এমনটা তিনি চাইলেও, শেষে অভিনেত্রী জানিয়েছেন তার চোখে এখনো ‘শঙ্খ-মোহর জুটিই সেরা’।