• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ পারল না করে দেখালো ‘মোহর’, বিদেশে সম্প্রসারিত হচ্ছে সোনামণির সিরিয়াল, উচ্ছসিত ভক্তরা

বাংলা সিরিয়াল (Bengali Serial) যার দেখেন তাদের কাছে বেশ পরিচিত একটি নাম ‘মোহর’ (Mohor)। একসময় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল সিরিয়ালটি। ধারাবাহিকে মোহর চরিত্রে অভিনয় করেছিলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। পর্দার শঙ্খ-মোহর জুটিকে আজও মনে রেখেছে দর্শকেরা। অবশ্য এর আগেও একাধিক সিরিয়ালে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন সোনামণি। জানলে অবাক  হবেন, ভারতের পর বিদেশেও রমরমিয়ে চলছে অভিনেত্রীর একটি সিরিয়াল।

আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভালো কাহিনী হলে একাধিক ভাষায় সম্প্রসারিত হয় সিরিয়াল। তাছাড়া সম্পূর্ণ নতুন কাস্টিং নিয়ে রিমেকও করা হয় বহু বাংলা সিরিয়ালকে। তবে এবার দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে পৌঁছে গিয়েছে ভাবছেন কোন সিরিয়ালের কথা বলছি? সেটা হল বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘দেবী চৌধুরানী’ (Debi Chowdhurani)।

   

Sonamoni Saha,Debi Choudhurani,Bengali Serial,Mayanmar,Debi Choudhurani in Mayanmar,বাংলা সিরিয়াল,দেবী চৌধুরানী,মায়ানমার,সোনামনি সাহা,মোহর অভিনেত্রী

ঠিক যেমন ভারতে কোরিয়ান বিটিএস নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে। তেমনি জাপানিজ, চাইনিজ শো দেখতেও বেশ পছন্দ করেন ভারতীয় দর্শকেরা। আর এবার সুদূর মায়ানমারে (Myanmar) সম্প্রসারণ শুরু হয়েছে সোনামণি সাহার ‘দেবী চৌধুরানী’ (Debi Choudhurani) সিরিয়ালের। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই সিরিয়ালই ছিল সোনামণির ছোটপর্দার কাজ।

Sonamoni Saha Debi Chowdhurani Serial in Mayanmar

এমন একটা খবর পেয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি সোনামণি ফ্যানরা। ‘দেবী চৌধুরানী’ সিরিয়ালটি প্রায় এক বছর ধরে টিভির পর্দায় সম্প্রসারিত হয়েছিল। প্রথম কাজই হিট হওয়ায় পরবর্তীকালে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর ‘মোহর’ সিরিয়ালের জনপ্রিয়তা বাড়িয়ে দেয় আরও কয়েকগুণ। বর্তমানে ‘এক্কা দোক্কা’তে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত, বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন জেলায় সমাদৃত। বাংলা থেকে হিন্দি, তেলেগু ও আরও একাধিক ভাষায় সম্প্রসারিত হয়েছে। ওপর বাংলা অর্থাৎ বাংলা দেশেও বাংলা ধারাবাহিকের ফ্যান রয়েছে অনেক। তবে বিদেশের মাটিতে এভাবে হয়তো প্রথম কোনো বাংলা সিরিয়াল সম্প্রসারিত হচ্ছে।