বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। তবে সময়ের সাথেই বদলেছে সিরিয়ালের বিষয়বস্তু থেকে শুরু করে চরিত্রের ধরণ। বাংলার বিনোদন মূলক চ্যানেল গুলোতে সপ্তাহজুড়ে চলতে থাকে এমনই নিত্যনতুন সিরিয়ালের দাপট। গল্পের খাতিরে আবার কখনও টি আর পি তালিকায় পিছিয়ে পড়ার জন্য নির্দিষ্ট সময়ে শেষ হয় একাধিক জনপ্রিয় সিরিয়াল।কিন্তু এমন অনেক সিরিয়াল আছে যা শেষ হয়ে যাওয়ার পরেও পছন্দের চরিত্রদের ভুলতে পারেন না দর্শকরা। প্রতিদিন টিভির পর্দায় দেখতে দেখতে কখন যেন সেই প্রিয় চরিত্ররাই একসময় হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ, একান্ত আপন।
লীনা গাঙ্গুলির লেখা স্টার এমনই এক জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মোহর’। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই মেগা ধারাবাহিকের সমস্ত সুখ দুঃখের সাক্ষী বাংলার অসংখ্য দর্শক।মাত্র কদিন আগেই দীর্ঘ আড়াই বছরের যাত্রা শেষে অবশেষে ইতি পড়েছে শঙ্খ আর মোহরের পথ চলায়। তাই খুব স্বাভাবিকভাবেই মন খারাপ অসংখ্য ‘মোহদ্বীপ’ ভক্তদের। মন ভালো নেই পর্দার মোহর অভিনেত্রী সোনামণি সাহারও। জানিয়েছেন ‘শ্যুটের শেষ দিন খুব কষ্ট হয়েছে। এত দিনের অভ্যাস! কান্নাকাটিও হয়েছে।সবার কথাই মনে পড়বে খুব।’
প্রসঙ্গত সিরিয়াল চলাকালীন সময়েই সিরিয়ালের জনপ্রিয় আদি স্যার চরিত্রের অভিনেতা অভিষেক চ্যাটার্জীর আকস্মিক মৃত্যুতে সকলের মতোই ভেঙে পড়েছিলেন সোনামণি। সোশ্যাল মিডিয়ার দৌলতে সে দৃশ্য চোখে পড়েছে কমবেশি সকলেরই। উল্লেখ্য জনপ্রিয় ধারাবাহিক দেবী চৌধুরানীর ইমেজ ঝেড়ে রাতারাতি মোহর হয়ে উঠেছিলেন সোনামণি। দর্শকরা এখন তাকে মোহর নামেই চেনেন। দীর্ঘ যাত্রাপথে সাফ্যলের হাত ধরেই অভিনেত্রীর সঙ্গী হয়েছিল বিতর্ক। টিআরপি তালিকায় শীর্ষে থাকা হোক কিংবা ধারাবাহিকের নায়ক প্রতীক সেনের (Pratik Sen) সাথে সম্পর্ক নিয়ে, একাধিকবার শিরোনামে এসেছেন অভিনেত্রী।
এমনকি এও বলা হয় সোনামনির বিয়ে ভাঙার নেপথ্য কারণ প্রতীক। সম্প্রতি ব্যাক্তিগত জীবনের কোনো বিষয়েই রাখঢাক না রেখেই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘নায়ক-নায়িকার মধ্য়ে যেমন সম্পর্ক হওয়া উচিত, আমাদেরও তেমন সম্পর্ক। বন্ধুত্বের বাইরে আর কিছুই নেই।’ অভিনেত্রীর আরও সংযোজন, ‘আমার বিয়ে অনেক আগেই ভেঙেছে। কিন্তু, তার সঙ্গে প্রতীকের কোনও সম্পর্ক নেই।’
তবে মোহর শেষ হয়ে গেলেও অনুরাগীদের জন্য খুব শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন নায়িকা। ইতিমধ্যেই সোনামণির ‘কিটি ব্যাগে’ রয়েছে বেশ কিছু প্রজেক্ট। তিনি জানিয়েছেন ‘আমি মোটে দশ দিনের ব্রেক চাইছি। সবাই ছয় মাসের ব্রেক চায়।’ সম্প্রতি টেলিপাড়ার অনেক জনপ্রিয় অভিনেত্রীই কাজ করছেন বড় পর্দায়। মধুমিতা সরকার,সোলাঙ্কি রায় কিংবা তারা সাহা তালিকা টা বেশ লম্বা। ডেবিউ হয়েছে বা হতে চলেছে। সোনামণিও কি সেই পথেই এগবেন। উত্তরে সোনামণি বলেছেন ‘যে গল্পে আমার চরিত্র প্রাধান্য় পাবে, আমি সেই গল্পকেই বেছে নেব। তা সে ছবি হোক বা ধারাবাহিক-ওয়েব সিরিজ (Web Series)। কিন্তু এখনই খোলামেলা বা সাহসী দৃশ্যে অভিনয় করতে রাজি নই।’