• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহালয়ার সকালে স্টার জলসার নতুন চমক! দশভুজা রূপে তাক লাগাচ্ছে সোনামনি-সোলাঙ্কি, রইল ভিডিও

হাতে আর মাত্র এক মাস। তারপরেই দেখতে দেখতে এসে পড়বে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সামনের মাসেই  অর্থাৎ সেপ্টেম্বরের ২৫ তারিখ পড়েছে মহালয়া (Mohaloya)। আর মহালয়ার দিন থেকেই শুভ সূচনা হয়ে যায় দেবী পক্ষের। শুরু থেকেই আকাশে বাতাসে ম ম করে পুজোর গন্ধ। দেবী দুর্গার আগমনের আনন্দে মেতে ওঠে মর্ত্যবাসি।

পুজোর কটা দিন সব কিছু ভুলে বাঙালি মেতে ওঠে উৎসব উদযাপনে। প্রতিবছর মহালয়ায় ভোর চারটের সময় ঘুম ভেঙে যায় ঘুমকাতুরে বাঙালিরও। বীরেন্দ্রকিশোর ভদ্রের মহিষাসুরমর্দিনী শুনে দিন শুরুর পর চ্যানেলে চ্যানেলে চলে দেবী দুর্গা সাজার প্রতিযোগিতা। কে সেরা দুর্গা এই নিয়েই প্রত্যেক বছর বিনোদনমূলক চ্যানেলের মধ্যে চলে কড়া টক্কর।

   

মহালয়া,Mohaloya,সোনামণি সাহা,Sonamoni Saha,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh

কে দুর্গা হচ্ছে সে বিষয়ে প্রথমে জানিয়ে দিয়েছে কালার্স বাংলা। এ বছর টেলিভিশনের পর্দায় প্রথমবার দেবী দুর্গার রূপে ধরা দেবেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তারপর থেকেই জি বাংলা এবং স্টার জলসায় কে দুর্গা হবেন তা দেখার অপেক্ষায় হাপিত্যেশ করে অপেক্ষা করছেন দর্শকরা। এরই মধ্যে গতকাল রাতে প্রকাশ্যে এসেছে স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক।

এই ভিডিওতে দেখা যাচ্ছে সমস্ত জল্পনা কে সত্যি করেই এই প্রথমবার টেলিভিশনের পর্দায় দেবী দুর্গার রূপে ধরা দিচ্ছেন জনপ্রিয় মোহর অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। বর্তমানে তিনি এক্কাদোক্কা সিরিয়ালে রাধিকা চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে দেবী দশভুজার আরও এক বিশেষ রূপে ধরা দিয়েছেন টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)।

বর্তমানে তাকে ‘সাহেবের চিঠি’ সিরিয়ালের চিঠি চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়া দেবী পার্বতীর আরও একটি বিশেষ রূপে ধরা দিয়েছেন আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। বর্তমানে তিনি গাঁটছড়া সিরিয়ালে খড়ি চরিত্রে অভিনয় করছেন। এছাড়া দেবী দুর্গার চামুণ্ডা রূপে দেখা যাচ্ছে দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) কে। বর্তমানে তিনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপা চরিত্রে অভিনয় করছেন।