• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছেন সোনম কাপুর! হট অ্যান্ড সেক্সি ফটোশ্যুটের ছবি দেখে একপ্রকার নিশ্চিত নেটপাড়া

Published on:

Sonam Kapoor সোনাম কাপুর

বিটাউনে ফের একবার শুরু হয়েছে ফ্যাশানিস্তা সোনম কাপুরের (Sonam Kapoor) প্রেগন্যান্সি গুঞ্জন। টিনের টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে মা হতে চলেছেন (Pregnant) সোনম কাপুর! বোনের বিয়ে উপলক্ষে সম্প্রতি মুম্বাই ফিরেছেন লন্ডন নিবাসী সোনম কাপুর। উল্লেখ্য বিয়ের পর থেকেই স্বামী আনন্দ আহুজার (Anand Ahuja) সাথে লন্ডনে সংসার পেতেছেন সোনম। প্রায় একবছর বিদেশে থাকার পর কিছুদিন আগেই মুম্বই ফিরেছেন তিনি।

সেদিন এয়ারপোর্টে তাঁকে নিতে গিয়েছিলেন তাঁর সুপারস্টার বাবা অনিল কাপুর (Anil Kapoor)। বাবাকে দেখে কেঁদেও ফেলেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। গোটা বিষয়টাই ধরা পড়েছিল পাপারাৎজির ক্যামেরায়। আর সেদিনই ঢিলেঢালা পোষাকে সোনমকে দেখে অনেকেই অনুমান করে নেন মা হতে চলেছেন অনিল কন্যা।

Sonam Kapoor,সোনম কাপুর,Photo shoot,ফটো শ্যুট,Sexy Look,সেক্সি লুক,Baby Bump,বেবি বাম্প,Netizens,নেটিজেন,Sonam Kapoor is Pregnant Netgens say after seeing photoshoot

কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দেয় সোনমের সাম্প্রতিক একটি ইনস্টা পোস্ট। সেখানে সোনম জানান, তিনি তাঁর পিরিয়ডসের প্রথম দিন কিভাবে কাটাচ্ছেন। আর এভাবেই একটা পোস্টের মাধ্যমে সেবার নেটিজেনদের মুখ বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এরপর ফের একবার জল্পনা মাথাচাড়া দেয় সোনমের বোন রিয়া কাপুরের বিয়ের অনুষ্ঠানে।

Sonam Kapoor,সোনম কাপুর,Photo shoot,ফটো শ্যুট,Sexy Look,সেক্সি লুক,Baby Bump,বেবি বাম্প,Netizens,নেটিজেন,Sonam Kapoor is Pregnant Netgens say after seeing photoshoot

সেদিন মুম্বাইয়ে কাপুর বাড়ির সামনে ছিল পাপারাৎজির ক্যামেরার ভীড়। সেদিন বোনের বিয়ে উপলক্ষে ট্রাডিশনাল লুকেই নিজেকে সাজিয়েছিলেন সোনমের। তাঁর পরনে ছিল হাল্কা আকাশি রঙের লং লেন্থের আনারকলি। আর সেদিন সোনমের ছবি দেখে নেটিজেনরা দাবি করেন আনারকলির ওপর দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে সোনমের বেবি বাম্প।

Sonam Kapoor,সোনম কাপুর,Photo shoot,ফটো শ্যুট,Sexy Look,সেক্সি লুক,Baby Bump,বেবি বাম্প,Netizens,নেটিজেন,Sonam Kapoor is Pregnant Netgens say after seeing photoshoot

বিটাউনের অন্দরে প্রেগন্যান্সি নিয়ে চাপা গুঞ্জনের মধ্যেই রবিবার ইনস্টাগ্রামে নতুন ফটোশ্যুটের ছবি আপলোড করেছিলেন সোনম। ব্যাস সেই ছবি ঘিরেই ফের একবার শুরু হয়েছে জল্পনা। এদিন গোল্ডেন ওয়েস্টার্ন ড্রেসে হট অ্যান্ড সেক্সি লুকে সোনমের ছবি দেখে ভালোবাসা উজাড় করে দেন তাঁর অনুসারীরা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। সেইসাথে কানাঘুষো শুরু হয় এই ছবিতেও কার্যত স্পষ্টই সোনমের বেবি বাম্প। ক্যাপশনে মিক জ্যাগরের বিখ্যাত গানের লাইন লিখে সোনম বুঝিয়েছেন এই মুহূর্তে তিনি ঠিক কতটা আনন্দে রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥