• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হওয়া খুব স্বার্থপর সিদ্ধান্ত! ছেলের জন্মের পর দায়িত্ব বাড়তেই বিস্ফোরক সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) সদ্য মা হয়েছেন। শনিবার জন্ম হয়েছে তাঁর পুত্র সন্তানের। এখন নায়িকার জীবনের সবচেয়ে দামি জিনিস হয়ে গিয়েছে তাঁর ছোট্ট সন্তান। তবে এসবের মাঝেই মাতৃত্ব (Motherhood) নিয়ে একটি বড় মন্তব্য করলেন অনিল কাপুরের কন্যা।

Sonam Kapoor and Anand Ahuja

   

শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তাঁদের পুত্র সন্তানের জন্মের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজা। এরপর থেকেই শুভেচ্ছা বার্তার বন্যায় ভাসছেন তারকা জুটি। নায়িকা জানিয়েছিলেন, ছেলের জন্মের সঙ্গেই বদলে গিয়েছে তাঁর সম্পূর্ণ জীবন।

Sonam Kapoor gives birth to a baby boy

তবে শুধু এটুকুই নয়, এরপর একটি সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন সোনম। সেখানে অভিনেত্রী মা হওয়ার সিদ্ধান্তকে একটি স্বার্থপর সিদ্ধান্ত বলেন। ‘সাওয়ারিয়া’, ‘বীরে দি ওয়েডিং’, ‘নীরজা’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘প্রাধান্য বদলে যায়। আর আমার মনে হয়, এই সন্তান শুধুই আমার। তবে সত্যি কথা বলতে ওরা কিন্তু এই পৃথিবীতে আসতে চায়নি। আমরা ওদের নিয়ে এসেছি। তাই এটা খুবই স্বার্থপর একটি সিদ্ধান্ত’।

এর আগেও একটি সাক্ষাৎকারের সময় মাতৃত্ব নিয়ে মুখ খুলেছিলেন সোনম। জানিয়েছিলেন, কীভাবে প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই নিজের শরীরের দিকে আরও বেশি করে নজর দিচ্ছেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘যদি তুমি নিজের ভেতর আরও একটি জীবন বহন করতে চাও, তাহলে তোমার নিজের শরীরকে সবার আগে সম্মান দিয়ে হবে’।

Sonam Kapoor speaking

প্রেগন্যান্ট হওয়ার পর বিভিন্ন সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন সোনম। একবার যেমন বলেছিলেন, মা হওয়া কতটা কষ্টের। অভিনেত্রী বলেন, ‘এই সফরটা খুব কঠিন ছিল। কেউ বলে না এই সফর কতটা কঠিন হয়। প্রত্যেকে শুধু বলে এই সফরটা কতটা ভালো’।

সোনমের কাজের দিক থেকে বলা হলে, অভিনেত্রীকে শেষবারের মতো অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘একে ভার্সেস একে’তে দেখা গিয়েছিল। এরপর অনিল কাপুরের কন্যাকে ‘ব্লাইন্ড’ সিনেমায় দেখা যাবে। এই ছবিতে তাঁকে দৃষ্টিশক্তিহীন একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অতিমারীর সময় স্কটল্যান্ডে ছবিটির শ্যুটিং হয়েছিল।