• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হওয়ার সাথে বেড়েছে দায়িত্বও! মেকআপ করতে বসেও ছেলেকে দুধ খাওয়াচ্ছেন সোনম, মুগ্ধ নেটিজেনরা

Published on:

Bollywood Actress Sonam Kapoor breast feeding baby during makeup video viral on internet

বলিউড (Bollywood) অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) এবং তাঁর স্বামী আনন্দ আহুজার পরিবারে খুদে সদস্য এসেছে খুব বেশিদিন হয়নি। গত আগস্ট মাসে জন্ম হয়েছে তাঁদের শিশুপুত্র বায়ু কাপুর আহুজার (Vayu Kapoor Ahuja)। এরপর থেকে তাঁকে ঘিরেই বি টাউনের এই তারকা জুটির জীবন আবর্তিত হচ্ছে। সম্প্রতি যেমন সোনমের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে আরও একবার প্রমাণিত হয়ে গিয়েছে এই কথা।

আসল গত ১৫ অক্টোবর সারা দেশ জুড়ে উদযাপিত হয়েছে করবা চৌথ (Karwa Chauth)। বলিউড তারকা অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর সেই উপলক্ষ্যে প্রত্যেক বছরের মতো এই বছরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এখন মুম্বইয়ে থাকায় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সোনমও।

Sonam Kapoor Karwa Chauth

তবে অনুষ্ঠানের জন্য তৈরি হওয়ার সময়ও কিন্তু ছেলের খেয়াল রাখায় একটুও ত্রুটি রাখেননি বলি সুন্দরী। বরং সাজতে বসেও ছোট্ট বায়ুকে স্তন্যপান করাচ্ছিলেন অনিল কন্যা। নেটপাড়ায় সোনমের শেয়ার করা ভিডিওতেই দেখা গিয়েছে এই দৃশ্য। আর তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

অনেকে এও বলেছেন, এই মুহূর্তে বলিউডের সেরা মা সোনমই। কেউ কেউ তো আবার এও বলেন, সন্তানকে আয়ার ভরসায় ফেলে রেখে বাকি তারকা মায়েদের মতো ঘুরে বেরানো নয়, বরং যেভাবে সোনম নিজের ছেলের খেয়াল রাখছেন তা সত্যিই তারিফের যোগ্য।

বি টাউনের নতুন মা সোনম সোশ্যাল মিডিয়ায় নিজের করবা চৌথ লুক শেয়ার করে জানান, তাঁর স্বামী একেবারেই উপোস রাখায় বিশ্বাসী নন, সেই কারণে কোনও বছরই করবা চৌথ উদযাপন করেন না তাঁরা। তবে পরিবারের সঙ্গে একসাথে এই বিশেষ দিন উদযাপন করতে বেশ ভালোলাগে তাঁদের।

Sonam Anand and Vayu

সোনম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার স্বামী করবা চৌথের অনুরাগী নন। ও বিশ্বাস করে উপোস শুধুমাত্র ইন্টামিটিয়েন্ট হওয়া  উচিত। তাই আমি কোনোদিন করবা চৌথ রাখিনি। তবে আমরা দু’জনেই বিশ্বাস অরি উৎসব এবং সংস্কৃতির জন্যই পরিবার এবং বন্ধুবান্ধবরা কাছাকাছি আসে। আমার খুব ভালোলাগে যে আমার মা এই উৎসব উদযাপন করেন এবং আমার সেজেগুজে এই উৎসবের অংশ হতেও দারুণ লাগে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥