বলিউডে খুশির খবর মিলেছে, মা হলেন সোনাম কাপুর (Sonam Kapoor)। আজ অর্থাৎ শনিবারেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই মেয়ের মা হওয়ার খবরে খুশি হয়েছেন বাবা অনিল কাপুর। সাথে অভিনেতা নিজেও অফিসিয়ালি দাদু হয়ে গিয়েছেন। সোনাম কাপুরের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।
সোনাম কাপুর নিজেই সোশ্যাল মিডিয়াতে মা হওয়ার সুখবর জানিয়েছেন। একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমরা নত মস্তকে আর সম্পূর্ণ হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের পুত্র সন্তানকে। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু ও পরিবারের সদস্যদের ধন্যবাদ। আমাদের এই সফরে পাশে থাকার জন্য। যদিও এটা সবেমাত্র শুরু হয়েছে তবে আমরা বুঝতে পারছি এটা আমাদের জীবন বদলে দিতে চলেছে।’
সোনাম কাপুরের এই ছবি মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। সাথে সাথেই সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভেচ্ছা বার্তায়। পাশাপাশি অনিল কাপুরকেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন দাদু হওয়ার জন্য। তবে এপর্যন্ত সোনাম কাপুরের ছোট্ট পুত্রসন্তানের ছবি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়নি।
একসময় সন্তানের জন্মের পরেই সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি শেয়ার করতেন সেলিব্রিটিরা। তবে সেই ট্রেন্ড অনেকটাই বদলে গিয়েছে বিগত কয়েক বছরে। সেলিব্রিটিরা ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের মধ্যে ব্যবধান রাখাটাই পছন্দ করছেন বেশি। তাছাড়া সন্তানদের জন্মের পরেই ক্যামেরার সামনে আনতে অনেকেই আপত্তি প্রকাশ করেছেন। হয়তো বা সোনাম কাপুরও তেমনই করতে চলেছেন।
View this post on Instagram
আবার হয়তো সেটা নাও হতে পারে, শীঘ্রই হয়তো সোনাম কাপুরের ছেলের সাথে পরিচয় হয়ে যাবে নেটিজেনদের। এই বিষয়টি আপাতত সময়ই বলতে পারবে। এদিন দাদু হওয়ার পর অনিল কাপুরও সোশ্যাল মিডিয়াতে একটি সুন্দর বার্তা দিয়েছেন। অভিনেতা লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি আজ ২০ অগাস্ট ২০২২ এ আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। সোনাম ও আনন্দের কোল আলো করে পুত্র সন্তান হয়েছে। আমাদের খুশির কোনো সীমা নেই, আর নতুন বাবা মা ও ছোট্ট দেবদ্যুতের জন্য আমার হৃদয়ভরা ভালোবাসা।’
প্রসঙ্গত, সোনাম কাপুর মা হওয়ার কিছুদিন আগেই নেটমাধ্যমে একটি ছবি ব্যাপক ভাবে ভাইরাল হয়ে পরে। যেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী আর তার পাশেই রয়েছে ছোট্ট সন্তান। তবে ফ্যাক্ট চেকিংয়ের পর জানা যায় ছবিটি আসল নয় বরং এডিটিং করে এমন তৈরী করা হয়েছে।