• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিদেশে গিয়েও ভোলেননি ভারতীয় সংস্কৃতি! হিন্দুপুরাণ মেনে ছেলের নামকরণ করলেন সোনম, রইল খুদের ছবি

Published on:

Sonam Kapoor and Anand Ahuja name their son Vayu

এ যেন দীর্ঘ এক প্রতীক্ষার অবসান। অবশেষে ছেলের প্রথম ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। শুধু তাই নয়, ছেলের নামকরণও সেরে ফেললেন বলি সুন্দরী (Bollywood Diva)। অনিল কাপুরের কন্যা জানিয়েছেন, হিন্দু পুরাণ মেনে খুদের নামকরণ করেছেন তিনি।

সদ্যোজাতের নামকরণ অনুষ্ঠানে রঙমিলান্তি পোশাকে সেজে উঠেছিলেন সোনম, আনন্দ এবং পুত্র (Sonam Kapoor son)। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেয়ার করা ছবিতেই মিলেছে সেই ঝলক। সেখানে দেখা যাচ্ছে, আনন্দের কোলে রয়েছে তাঁর ছোট্ট ছেলে। পাশ থেকে খুদের দিকে তাকিয়ে রয়েছেন বলি সুন্দরী। সোনমের মাথায় চুমু এঁকে দিচ্ছেন তাঁর স্বামী।

Sonam Kapoor and Anand Ahuja

আহুজা পরিবারের এই ‘পিকচার পারফেক্ট’ ছবির সঙ্গেই নিজেদের ছেলের নামও প্রকাশ করেছেন সোনম। অভিনেত্রী জানিয়েছেন,  খুদের নাম রেখেছেন ‘বায়ু’। শুধু তাই নয়, ছেলের এই নাম রাখার পিছনের কারণও বিস্তারিতভাবে জানিয়েছেন অভিনেত্রী। তবে ছেলের সঙ্গে ছবি শেয়ার করলেও ছেলের মুখ কিন্তু এখনও প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি।

স্বামী এবং সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে সোনম লিখেছেন, ‘সেই শক্তি যা আমাদের জীবনের এক নতুন মানে খুঁজে দিয়েছে। সাহস এবং শক্তির প্রতীক হনুমান এবং ভীমের যার মদ্যে বর্তমান। পবিত্র এক চেতনায় ভরপুর সেই বায়ু কাপুর আহুজার জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি’।

Sonam Kapoor and Anand Ahuja with their son

অনিল কন্যার সংযোজন, ‘হিন্দু পুরাণ অনুযায়ী বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে একটি। উনি প্রশ্বাসের দেবতা। হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা। তিনি একইসঙ্গে অত্যন্ত শক্তিশালী একজন শক্তি। বায়ু যেমন একদিকে প্রাণ দিতে পারেন, তেমনই কেড়ে নিতে পারেন। বায়ু যেমন একদিকে সাহসী। তেমনই একইভাবে সুন্দর’।

সোনম এবং আনন্দ কারোর সঙ্গে তাঁদের খুদের নামের কোনও মিল নেই। ছেলের জন্য নিজেদের সঙ্গে মেলানো নাম নয়, বরং হিন্দু পুরাণের এক তত্ত্বের নাম রেখেছেন তাঁরা। শুধু তাই নয়, সেই সঙ্গেই প্রত্যেককে এই বিষয়ে বিস্তারিতও জানিয়েছেন বলি সুন্দরী। সোনমের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন তাঁর সকল অনুরাগী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥