• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাম রাখতেই খরচ কয়েক কোটি! রাজকীয়ভাবে আয়োজিত হবে সোনম পুত্রের নামকরণ অনুষ্ঠান, রইল বিস্তারিত

Updated on:

Sonam Kapoor,Anand Ahuja,Sonam Kapoor boy,bollywood,entertainment,সোনম কাপুর,আনন্দ আহুজা,সোনম কাপুরের ছেলে,বলিউড,বিনোদন

বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) এবং তাঁর স্বামী তথা ব্যবসায়ী আনন্দ আহুজা (Anand Ahuja) এই মুহূর্তে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। সদ্য তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়েছে। ছেলের আগমনের পর বদলে গিয়েছে তারকা জুটির সম্পূর্ণ জীবন। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে ছেলের নামকরণ (Naming ceremony) করতে চলেছে বলি সুন্দরী।

বলিপাড়ার অন্দরের খবর, সোনম-আনন্দের ছেলের নামকরণ অনুষ্ঠানের সবরকমের আয়োজন শুরু হয়ে গিয়েছে। পরিবারের সকল সদস্য এবং কাছের বন্ধুবান্ধব নিয়েই আয়োজিত হবে সেই বিশেষ অনুষ্ঠান। শুধু তাই নয়, কবে এই অনুষ্ঠান আয়োজিত হবে সেই খবরও জানা গিয়েছে।

Sonam Kapoor and Anand Ahuja

বিভিন্ন সূত্র মারফর জানা গিয়েছে, গণপতি বিসর্জনের পর সোনমের ছেলের নামকরণের অনুষ্ঠান আয়োজিত হবে। যেহেতু বাড়তে থাকা কোভিড সংক্রমণের কারণে বলি সুন্দরীর সাধভক্ষণের অনুষ্ঠান বাতিল হয়েছিল, তাই এই অনুষ্ঠানটি আরও বেশি জাঁকজমকপূর্ণ করে আয়োজিত করতে চাইছে কাপুর পরিবার।

সোনমের সাধের সকল পরিকল্পনা হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রির সকল নামী তারকার উপস্থিত থাকার কথা ছিল সেখানে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বাতিল হয়ে যায়। জাঁকজমককরে মেয়ের সাধ আয়োজনের জায়গায় পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে স্রেফ মধ্যহ্নভোজ করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল কাপুরদের।

Sonam Kapoor and Anand Ahuja

তবে এবার সাধের অনুষ্ঠানের যাবতীয় খামতি সুদে আসলে পূরণ করে নিতে চলেছেন কাপুররা। আর ঠিক সেই কারণেই অভিনেত্রীর ছেলের নামকরণ অনুষ্ঠান রাজকীভাবে আয়োজন করতে চলেছেন অনিল কাপুর, সুনীতা কাপুররা।

গত ২০ আগস্ট সোনমের ছেলের জন্ম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট করে বলি সুন্দরী এবং তাঁর স্বামী আনন্দ লিখেছিলেন, ’২০.০৮.২০০’এ মাথা নত করে এবং হৃদয় খুলে আমাদের মিষ্টি পুত্র সন্তানকে আমরা স্বাগত জানিয়েছি। এই সফরে আমাদের সমর্থন করা সকল চিকিৎসক, নার্স, পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানাই। এটা সবে শুরু। তবে আমরা জানি আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল’। সোনমের কাজের দিক থেকে বলা হলে, অভিনেত্রীকে এরপর ‘ব্লাইন্ড’এ দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥