• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমায় বিয়ে করলেও অন্য কাউকে ভালোবাসে সোনালি! অভিনেত্রীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ স্বামীর

Published on:

Sonali Chowdhury’s husband Rajat Ghosh Dastidar accuses her for not loving him

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। অপরদিকে সোনালির স্বামী নামী ফুটবলার। দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এবার অভিনেত্রীর স্বামীই তাঁর বিরুদ্ধে আনলেন এক বিস্ফোরক অভিযোগ।

‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ খ্যাত সোনালি বিয়ে করেছেন বেশ কয়েক বছর হয়ে গেল। স্বামীর নাম রজত ঘোষ দস্তিদার (Rajat Ghosh Dastidar)। ২০১৩ সালে প্রথম আলাপ দু’জনের। সেই বছরেরই বড়দিনের রাতে এক কেক মিক্সিং অনুষ্ঠানে প্রথম দেখা দু’জনের। এরপর সেখান থেকে শুরু প্রেম এবং তারপর বিয়ে।

Sonali Chowdhury Rajat Ghosh Dastidar

বিয়ের পর একসঙ্গে সুখে-শান্তিতে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন সোনালি এবং রজত। তাঁদের এক ছেলের রয়েছে। কিন্তু এবার প্রকাশ্যেই স্ত্রীয়ের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন রজত। কী সেই ‘বড় অভিযোগ’? অভিনেত্রীর স্বামী দাবি করেন, তাঁকে নয় বরং অন্য কাউকে ভালোবাসেন তাঁর স্ত্রী।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব ক্ষোভ উগড়ে দিয়েছেন রজত। তিনি সাফ সাফ বলেন, ‘আমায় বিয়ে করলেও ও ভালোবাসে অন্য কাউকে। বিয়ের আগে সেটা আমি বুঝতে পারিনি। বিয়ের পর প্রথম দু-তিন মাসেও বুঝতে পারিনি’।

Sonali Chowdhury Rajat Ghosh Dastidar

অন ক্যামেরা রজতের মুখে এমন ‘বিস্ফোরক’ কথা শুনে তখন তো হাঁ হয়ে গিয়েছেন রচনা। এসব কী বলছেন তিনি? এরপর আসল রহস্য থেকে পর্দা ফাঁস করেন রজত। সামনে থাকা মোবাইল ফোন হাতে তুলে দেখান সোনালির স্বামী। আসলে এতক্ষণ ধরে ‘এনার’ কথাই বলছিলেন রজত।

সোনালির স্বামী বলেন, ‘আমার জীবনে একটা বিশাল অংশ জুড়ে রয়েছেন ইনি। আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইনি’। মজার ছলে রজত যেভাবে তাঁর স্ত্রীয়ের ‘অন্য কাউকে ভালোবাসা’র অভিযোগ এনেছেন তা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড় সঞ্চালিকা রচনার। প্রসঙ্গত,  ছেলের জন্মের পর ফের কাজে ফিরেছেন সোনালি। এখন তাঁকে জি বাংলার ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥