চারিদিকের পরিস্থিতি মোটেই সুখকর নয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেহাল দেশ তথা রাজ্য। রোজই আসছে দুঃসংবাদ। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে এত খারাপের মধ্যে ভালো কিছুও হচ্ছে। আজ থেকে ঠিক একমাস আগেই সুসংবাদ বয়ে এনেছিলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী।
গত মাসে এই দিনেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সোনালী। সোনালীর ছেলে হওয়ার খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু। বেশ মিষ্টি করে ছড়ার ছন্দে এই সুসংবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, , ‘বেশ লাগছে বাহ সোনালী/ মা হবার খবর শোনালি/ পুত্র সন্তান,খবর দিলি রাতে/ তোর সন্তান যেন থাকে দুধে ভাতে’।
আজ ১ মাসে পা রাখল সোনালী পুত্র। আর খুদের উপর আশীর্বাদ আর স্নেহের আশীষ ঝরে পড়ল কালীঘাটের ১০০ জন অসহায় মানুষদের। কেক কেটে, বেলুন ঝুলিয়ে ছেলের জন্মদিন পালন নয় বরং এই বিশেষ দিনে মানবিক উদ্যোগ নিয়ে দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী।
এই বিশেষ দিনে কালীঘাটের ১০০ জন অসহায় মানুষকে পেটপুরে খাওয়ালেন সোনালী চৌধুরী। তার এই উদ্যোগে অভিনেত্রীর পাশে ছিলেন তার বন্ধু ভাস্বর চ্যাটার্জি (Bhaswar Chatterjee)।
অভিনেত্রী এই বিষয়ে জানান, , ”এই সময় তো আমি নিজে গিয়ে খাওয়াতে পারব না, তাই ভাস্বরের (চট্টোপাধ্যায়) যে NGO অন্নপূর্ণা ফাউন্ডেশন, ওদের মাধ্যমেই এই ব্যবস্থা করেছিলাম। প্রতি মাসেই এমন কিছু উদ্যোগ নিতে চান বলেও জানিয়েছেন তিনি। “