বলিউড অভিনেত্রী তথা মডেল সোনাল চৌহান (Sonal Chauhan)। জান্নাত ছবিতে বলিউডের কিসিং কিং ইমরান হাশমির সাথে অভিনয় করেছিলেন। ছবিতে অভিজয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এরপর বলিউডে খুব একটা দেখা যায়নি অভিনেত্রীকে অমিতাভ বচ্চনের সাথে ‘বুড্ঢা হোগা তেরা বাপ’ ছবিতে অভিনয় করেছিলেন।
তবে বিগ বির সাথে করা ছবি সেভাবে সফল হয়নি। বলিউডের পাশাপাশি দক্ষিণী কিছু ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি মডেলিং করেন এই সুন্দরী অভিনেত্রী। তার সৌন্দর্য আর বোল্ডনেসে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড় তাবড় নায়িকাদেরকেও।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয়। ৩২ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে। প্রায়শই নিজের মডেলিং শুটের ছবি ও ক্যাজুয়াল ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর তা দেখেই ঢেউ ওঠে অসংখ্য পুরুষ ভক্তের মনে।
কখনো অন্তর্বাস ছাড়া শট ওয়ান পিস পোশাকে উন্মুক্ত বিভাজিকা। তো কখনো সোনালের চোখের আবেদন, অনুগামীদের রাতের ঘুম কেড়ে নিতে ভালোই পারেন অভিনেত্রী।
বোল্ড ফটোশুটে বেশ পারদর্শী অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের হট ফিগারের বোল্ড ছবি নিয়ে হাজির হন সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি অভিনেত্রী গোয়াতে ছুটি কাটাতে গিয়েছেন। আর সেখান থেকেই তার সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি শেয়ার করেছেন।
কিছু ছবিতে তাকে একটি খোলামেলা নেটের পোশাকে বিচের ধারে ওপেন এয়ার রেস্টুরেন্টে বসে থাকতে দেখা গেছে। আবার কিছু ছবিতে বিকিনি পরে সমুদ্রের ধরে আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
পিঙ্ক কালারের বিকিনির সাথে খোলা চুলে সুমুদ্রের ধরে ধরা দিয়েছেন সোনাল। আর তার এই বোল্ড ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
লাস্যময়ী ফিগার অভিনেত্রীর বিকিনি গার্ল ছবি গুলি নজর কেড়েছে সকলেরই। প্রায় প্রতিটি ছবিতেই কম বেশি লক্ষাধিক লাইক পড়েছে।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে তার নিখুঁত সৌন্দর্যের প্রশংসা করেছেন একাধিক নেটিজন।