বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মেয়ে সোনাক্ষীও (Sonakshi Sinha) বলিউডের পরিচিত মুখ। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি, আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি ‘দাবাং গার্ল’ নামেই বেশি। কেরিয়ারের সাফল্যের দিক থেকে বাবার মতো সফল না হলেও, সোনাক্ষী কিন্তু একেবারে ফ্লপও নন।
বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শত্রুঘ্ন-কন্যা। ডেবিউ ছবিতেই নিজের চোখের জাদু, রূপের ছটায় ঘায়েল করেছিলেন দর্শকদের। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। শাহিদ কাপুর, রণবীর সিং, অর্জুন কাপুর-সহ ইন্ডাস্ট্রির একাধিক নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোনাক্ষী।
খুব বেশি ছবিতে অভিনয় না করলেও, সোনাক্ষী নিজের বাবার মান-সম্মান রেখেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও ভালো জনপ্রিয় তিনি। এই মুহূর্তে ইনস্টাগ্রামে প্রায় ২০ মিলিয়নেরও বেশি অনুরাগী রয়েছে তাঁর। বলিউড সেলেব হিসেবে সোনাক্ষী বেশ ভালোই জনপ্রিয়।
দিদির দেখাদেখি শত্রুঘ্নের ছেলে লবও ইন্ডাস্ট্রিতে পা রাখতে চেয়েছিলেন। কিন্তু তেমন সুবিধা করে উঠতে পারেননি তিনি। সন্তানদের মধ্যে সোনাক্ষীই নিজের অভিনয়ের মাধ্যমে বাবাকে গর্বিত করেছেন। আর এই কারণেই বাবার সম্পত্তি (Property) থেকে একটা পয়সাও পাবেন না বলি সুন্দরী।
শত্রুঘ্ন এবং তাঁর স্ত্রী সোনাক্ষীকে প্রচণ্ড ভালোবাসেন। তবে দু’বছর আগেই অভিনেতা জানিয়ে দিয়েছিলেন, তাঁর যাবতীয় সম্পত্তি দুই ছেলের মধ্যে ভাগাভাগি হবে। সোনাক্ষী সেখান থেকে কানাকড়িও পাবেন না। অর্থাৎ মেয়েকে নিজের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন অভিনেতা। এই মুহূর্তে শত্রুঘ্ন প্রায় ১৯৩ কোটি টাকার মালিক। তবে এর মধ্যে এক টাকাও ‘দাবাং গার্ল’ পাবেন না। সবকিছু পাবে তাঁর দুই ভাই।
এর কারণ হিসেবে শত্রুঘ্ন বলেছিলেন, সোনাক্ষী নিজের দক্ষতায় যা কিছু অর্জন করেছে তাতে সে নিজের খরচ চালিয়ে নিতে পারবে। নিজের চেষ্টাতেই আজ এত সফল হয়েছেন অভিনেত্রী। আর্থিক দিক থেকে বাবার ওপর মোটেই নির্ভরশীল নন তিনি। আর সেই জন্যই স্বাবলম্বী মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা।