• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজেদের চড়কায় তেল দিন! বিয়ে নিয়ে বাড়ির থেকে বাইরের লোকের বেশি চিন্তা দেখে খেপে লাল সোনাক্ষী

Published on:

Sonakshi Sinha says even my parents are not bothered about my marriage as much as public

বলিউডের নামী অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবনের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছেন। বহুবার নায়িকার বিয়ের (Wedding) সংবাদ শোনা গিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

মাঝেমধ্যেই বলিউডের ‘দাবাং গার্ল’ (Dabang Actress sonakshi) সোনাক্ষীর বিয়ে নিয়ে নানান কথা শোনা যায়। মাঝে শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি বাগদানও সেরে ফেলেছেন। কিন্তু বাস্তবে তা নয়। নায়িকার নিজেরও অজানা নয়, তাঁর বিয়ে নিয়ে ঠিক কতটা চর্চা হয়। তবে শত্রুঘ্ন সিনহার কন্যা এবার এই বিষয়টি নিয়ে খানিক চটেই গিয়েছেন। বারংবার মিডিয়া এবং ভক্তদের কাছ থেকে ‘বিয়ে কবে হবে?’ এই প্রশ্ন শুনে শুনে যে তিনি তিতিবিরক্ত হয়ে গিয়েছেন, তা তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারেই বেশ বোঝা গিয়েছে।

Sonakshi Sinha

সম্প্রতি সোনাক্ষী এই বিষয়ে বলেন, ‘আমার বাবা-মায়ের থেকে বেশি দর্শকদের আমার বিয়ে নিয়ে চিন্তা হয়। সবাই এটা জানতে চায় আমার ব্যক্তিগত জীবনে কী হচ্ছে’। নায়িকার সংযোজন, ‘আমি সবসময় একটা জিনিস মেনে চলেছি, যদি আমার বিষয়ে কোনও কথা হয়, তাহলে আমার কাজ নিয়ে হোক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। কিন্তু লোক এটা জানতে খুব উৎসুক যে আমার ব্যক্তিগত জীবনে কী হচ্ছে। আর তাঁরা নিজেদের মতো করেই অনুমান করতে থাকেন’।

Sonakshi SInha Satrughna Sinha

৩৫ বছর বয়স হয়ে গেলেও সোনাক্ষী কেন বিয়ে করেননি এই নিয়ে প্রায়ই ভক্তদের মনে প্রশ্ন ঘোরে। এই বিষয়েও কড়াভাবেই নায়িকা জবাব দিয়েছেন। তাঁর মতে, ‘যতক্ষণ আমি নিজের জীবন নিয়ে দুনিয়ার সঙ্গে কথা বলতে চাইব না, ততক্ষণ বলব না। আমি সবসময়ই এমন। আমি দুনিয়ার সঙ্গে ঠিক ততটুকুই শেয়ার করব, যতটুকু আমি করতে চাই’।

Sonakshi Sinha

কাজের দিক থেকে বলা হলে, সোনাক্ষী বেশ কিছুটা সময় ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন। তবে খুব শীঘ্রউ তিনি ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন। থ্রিলার ছবি ‘দাহাড়’এর মাধ্যমে ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন শত্রুঘ্ন কন্যা। এছাড়াও সোনাক্ষীর হাতে এখন ‘কাকুড়া’ নামের একটি হরর কমেডি ছবিও রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥