‘দাবাং গার্ল’ হয়েই বলিউডে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার (Shatrughna Sinha) মেয়ে হলেও আজ থেকে ১২ বছর আগে ২০১০ সালে বলিউডের ভাইজান সালমান খানের বিপরীয়তে জুটি বেঁধে অভিনয় করতে এসেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল অভিনেত্রীর। কেরিয়ারের শুরুতেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে সমস্ত লাইমলাইট কেড়ে নিলেও,ইদানিং অভিনয় জগতে আগের মতো অতটাও দাপট নেই সোনাক্ষির।
এখন অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী মন দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনের দিকেও। এখন মাঝেমধ্যেই কানাঘুঁষো শোনা যায় চর্চিত প্রেমিক জাহির ইকবালের (Zaheer Iqbal) সাথে খুব তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। জাহির নিজেও একজন অভিনেতা। ইতিপূর্বে তারা একসাথে নোটবুক নাম একটি সিসিনেমায় একসাথে স্ক্রিন শেয়ার করেছেন।
কিছুদিন আগেই জাহির সোশ্যাল মিডিয়ার পাতায় সোনাক্ষীর প্রতি নিজের ভালোবাসা জাহির করেছেন। তাই এখন অপেক্ষা পাকাপাকি ভাবে তাদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করার। একসাথে এই জুটি কে ইতিপূর্বের একাধিক বিয়ে,কিংবা রিসেপশনের পার্টি তেও দেখা গিয়েছে। আগামী দিনে ভক্তরা জাহির এবং সোনাক্ষির আসন্ন সিনেমা ‘ডাবল এক্সেল’ মুক্তির অপেক্ষায় রয়েছেন।
প্রসঙ্গত ইদানিং আরও একটি বিশেষ খবরের জন্য শিরোনামে রয়েছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি সিনহা। একথা অনেকেই হয়তো জানেন সোনাক্ষির বাবা শত্রুঘ্ন সিনহার সাথে একসময় প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী রীনা রায়ের। সেসময় একসাথে অনেক সিনেমাতেই অভিনয় করেছেন তাঁরা। এমনকি জানা যায় পুনাম সিনহার (Poonam Sinha) সাথে বিয়ের পরেও প্রাক্তন প্রেমিকা রীনা রায়ের সাথে সম্পর্ক রেখেছিলেন শত্রুঘ্ন সিনহা। বিবাহিত অবস্থাতেই রীনাকে ডেট করতেন অভিনেতা।
আর তাঁদের সেই সম্পর্কের ফলই হলেন সোনাক্ষী। এমনকি অনেকেই দাবি করেন সোনাক্ষী কে দেখতে নাকি হুবহু তাঁর বাবার প্রাক্তন প্রেমিকা রীনা রায়ের (Reena Roy) মতো। এও শোনা যায় সেসময় বদনামের হাত থেকে বাঁচার জন্য পুনাম নাকি নিজে থেকেই শত্রুঘ্ন এবং রীনার সন্তানকে নিজের কোলে তুলে নিয়েছিলেন। সেই থেকেই অনেকের ধারণা পুনম নয় সোনাক্ষীর আসল মা হলেন রীনা। এপ্রসঙ্গে একবার রীনা রায়ের কাছে জানতে চাওয়া হলে সাংবাদিকদের ওপর নাকি জোর খেপে গিয়েয়েছিলেন রীনা।
আর উত্তরে তিনি নাকি বলেছিলেন ‘আমার তো মনে হয় সোনাক্ষী হুবহু নিজের মা পুনমের মতোই দেখতে হয়েছে।’ তবে সেইসাথে লোকের এমন ভুল ধারণার কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছিলেন ‘ প্র’থম সিনেমাতেই সোনাক্ষিকে ভারতীয় নারীর লুক দেওয়া হয়েছিল,যার সাথে আমার নিজের বেশ খানিকটা মিল আছে তাই হয়তো লোকের এমন ধারণা হয়েছিল।’ এছাড়া এপ্রসঙ্গে একবার সোনাক্ষী বলেছিলেন তাঁর জন্মের অনেক আগেই বাবার সাথে রীমা রায়ের সম্পর্ক নাকি শেষ হয়ে গিয়েছিল।