• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার মতই দোসর সোনা-রুপা, দুই বোনের ঘুম পাড়ানো দেখে চোখ জুড়োলো দর্শকদের

Published on:

Sona sings for sister Rupa at night, Anurager Chhowa new episode out now

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। রোজ কাহিনীতে কিছু না কিছু টুইস্ট আসছে। সেই কারণে একদিকে যেমন জনপ্রিয়তা বাড়ছে, তেমনই টিআরপি তালিকাতেও কামাল করছে সূর্য দীপার সিরিয়াল। বিশেষত, সোনা-রূপার (Sona Rupa) এন্ট্রির পর থেকে তো সিরিয়ালের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, কোর্টের নির্দেশে এখন ৬ মাস একসঙ্গে থাকতে হবে সূর্য-দীপাকে। প্রথমে সূর্য রাজি না থাকলেও, শেষ পর্যন্ত দীপার সঙ্গে তাঁর বাড়িতে থাকতে রাজি হয়ে যায় সে। সোনা-রূপাকে সেনগুপ্ত বাড়িতে রেখে সে এবং দীপা চলে যায়।

Anurager Chhowa, Surjo Deepa

ইতিমধ্যেই আবার সিরিয়ালে দেখানো হয়েছে, মিশকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দীপা। যা দেখে প্রিয় বান্ধবীকে নিয়ে ধন্দে পড়ে গিয়েছে সূর্যও। এখন মিশকার পর্দা ফাঁস হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবে শুধুমাত্র সূর্য-দীপার কাহিনীই নয়, ‘অনুরাগের ছোঁয়া’য় সোনা-রূপার ট্র্যাকও দারুণ পছন্দ হচ্ছে দর্শকদের।

এমনিতেই মা-বাবাকে ছেড়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে সোনা-রূপার। দুই খুদের মুখের হাসিও যেন একপ্রকার গায়েব হয়ে গিয়েছে। দুই নাতনির মন ভালো করতে সেনগুপ্ত বাড়ির তরফ থেকে  লালকমল নীলকমল নাটকেরও আয়োজন করা হয়। সাময়িক সময়ের জন্য দু’জনের মন ভালো হলেও, ফের রাতের বেলায় মা-বাবার জন্য মন খারাপ হয়ে যায় সোনা-রূপার।

Anurager Chhowa, Sona and Rupa, Sona sings for Rupa

‘অনুরাগের ছোঁয়া’য় আজকের পর্বে যেমন দেখানো হবে, মা-বাবাকে ছাড়া ঘুম আসছে না সোনা-রূপার। রূপা বলে, তাঁর মা তাঁকে রোজ রাতে গান গেয়ে ঘুম পাড়াতো। ওদিকে আবার সোনাও বলে, তাঁর বাবা তাঁর মাথায় রোজ রাতে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত।

 

View this post on Instagram

 

A post shared by camouflage (@camouflage2302)


একথা শুনেই সোনা রূপাকে ডেকে বলেন, ‘তুমি এসো আমি গান গেয়ে তোমায় গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি’। এরপরই বোন রূপার মাথায় হাত বুলিয়ে এবং গান গেয়ে তাঁকে ঘুম পাড়িয়ে দেয় ছোট্ট সোনা। মা-বাবার ভুল বোঝাবুঝির মাঝেও ‘অনুরাগের ছোঁয়া’য় দুই বোন, সোনা-রূপার মধ্যেকার এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরাও। তাঁদের একটাই কামনা, সূর্য-দীপার মধ্যে যাই হোক না কেন, সোনা-রূপার মধ্যেকার ভালোবাসা যেন এমন অটুটই থাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥