এই মুহূর্তে স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার কাহিনী শুরু থেকে দর্শকদের অত্যন্ত পছন্দের। গত কয়েকমাস ধরে টিআরপি লিস্টে ক্রমাগত উপরে উঠছে এই ধারাবাহিকটি। বেঙ্গল টপার না হতে পারলেও চ্যানেল টপার হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। আর ধারাবাহিকের নতুন ট্র্যাকে তো টিআরপি চড়চড়িয়ে বাড়ছে।
‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, এতদিন ধরে সূর্য-দীপার সম্পর্কের টানাপোড়েন দেখানো হচ্ছিল সিরিয়ালে। মিশকা (Mishka) কীভাবে দু’জনের মধ্যে আগুন লাগিয়ে তাঁদের আলাদা করে দিয়েছিল তার সাক্ষী থেকেছেন দর্শকরা। তবে ধারাবাহিকের গল্প এখন বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। সূর্য-দীপার মেয়ে সোনা (Sona) এবং রূপাও (Rupa) খানিকটা বড় হয়ে গিয়েছে।
সূর্য-দীপার দুই যমজ মেয়ের স্বভাব একেবারে আলাদা। দীপার মতো দেখতে সোনা রয়েছে সূর্যর কাছে। আর সূর্যর মতো দেখতে রূপা রয়েছে দীপার কাছে। একজন শান্ত, আর একজন পাকা বুড়ি। তবে স্বভাব আলাদা হলেও একটি বিষয়ে কিন্তু দু’জনের মিল রয়েছে। সেটি হল দু’জনেই মিশকাকে সহ্য করতে পারে না।
মিশকা এখনও সূর্যকে পাওয়ার জন্য সোনাকে পটানোর চেষ্টা করছে। কিন্তু সে সাফ বলে দেয়, ‘তুমি আমার মা না’। অপরদিকে সূর্য আবার মেয়ে সোনা এবং মিশকার সঙ্গে মেডিক্যাল ক্যাম্পের জন্য দীপার গ্রামে এসেছে। রাস্তাতেই তাঁর দেখা হয় রূপার সঙ্গে।
বাবার সঙ্গে প্রথম দেখাতেই বেশ খুনসুটির সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সূর্যর ফোন চার্জ দেবে বলে বাড়ি নিয়ে যাওয়ায় মিশকা রূপাকে ‘চোর’ তকমা দেয়। তখন রুখে দাঁড়ায় সূর্য। এরপর রূপা যখন জানতে পারে সূর্য পেশায় চিকিৎসক। তখন সে তাঁকে তাঁর অসুস্থ মায়ের কথা বলে। যদিও দীপা কিংবা রূপার পরিচয় এখনও জানতে পারেনি সূর্য।
রূপা সূর্যকে জিজ্ঞেস করে সে তাঁর মা’কে সুস্থ করে দিতে পারবে কিনা। জবাবে সূর্য খুদেকে বলে সে যদি তার মা’কে নিয়ে কলকাতায় আসে তাহলে চিকিৎসার সমস্ত ভার সে নেবে। এবার দেখার যাক আগামীদিনে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প কোন দিকে মোড় নেয়। সোনা-রূপার হাত ধরে কীভাবে সূর্য-দীপার মিল হবে আপাতত সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শকরা।