প্রত্যেকটা বাবা মাই চায় তাদের সন্তান ভালোভাবে মানুষ হয়ে উঠুক। লোকসমাজে নাম করুক, তাতে যেমন সন্তানদের প্রতি গর্ব হয় তেমনি একটা আলাদা ভালো লাগাও থাকে। এই কারণেই মা-বাবার ছোট বেলা থেকেই পড়াশোনা ও তার পাশাপাশি নাচ,গান,আঁকা ইত্যাদি শেখাতে চান সন্তানদের। আর বর্তমানে ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে সন্তানদের নানান প্রতিভা লোকসমাজে তুলে ধরাটা আরো সহজ হয়ে গিয়েছে।
স্মার্টফোনে ভিডিও রেকর্ড করে তা খুব সহজেই শেয়ার করে দেওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। যা মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই এমন কিছু দুর্দান্ত প্রতিভাধারী ছেলে মেয়ের ভিডিও চোখে পরে সোশ্যাল মিডিয়াতে। যেখানে কচিকাঁচাদের গান নাচ থেকে শুরু করে আবৃতি আঁকা এমন নানান প্রতিভার দেখা মেলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে হাজারো ভিডিওর ভিড়ে এমনই একটি ভিডিও বেশ ভাইরাল (Viral Video) হয়ে পড়েছে। যেখানে এক ছোট্ট ছেলেকে দারুন গান করতে দেখা যাচ্ছে। অবশ্য বাচ্চাটি একা নেই, দেখে যেমনটা বোঝা যাচ্ছে বাচ্চাটির সাথে রয়েছে তার বাবা। বাবা হারমোনিয়ামে সুর তুলছেন আর সেই সুরের তালেই দুর্ধর্ষ ক্লাসিকাল গান গাইছে খুদে।
যেখানে ক্লাসিকাল গানের তালিম নিয়ে অভ্যস্ত হতে বেশ কয়েক বছর সময় লাগে। এমনকি অনেক বড়রা এই গান করতে গিয়ে হিমশিম খেয়ে যান। সেখানে এই খুদে শিল্পী দিব্যি গেয়ে চলেছে ক্লাসিকাল গান। তও কোনো সুর মিস না করেই। আর সাথে রয়েছে দুর্দান্ত অঙ্গভঙ্গিও।
এমন প্রতিভাধারী বাবা ছেলের জুটি কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে। ভিডিওটি শেয়ার হবার পর থেকেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ২০ লক্ষের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। সাথে হাজারো লাইক পড়েছে ভিডিওটিতে।