• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মারধর করত, সিগারেটের ছ্যাঁকা দিত! সলমন খানকে ‘শুয়োর’ বলে ধুয়ে দিলেন প্রাক্তন প্রেমিকা সোমি

Published on:

Somy Ali bashed Bollywood superstar Salman Khan

বলিউডের নামী অভিনেতাদের (Bollywood actor) মধ্যে একজন হলেন সলমন খান (Salman Khan)। শুধুমাত্র ভারতেই নয়, সারা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। দেখতে দেখতে ৬০ বছর হতে চললেও, মহিলামহলে এখনও বলিউড সুপারস্টারের জনপ্রিয়তা বিপুল। ইন্ডাস্ট্রির ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ও তিনি। তবে বিয়ে না করলেও, সলমনের জীবনে প্রেম কিন্তু বহুবার এসেছে। তরুণ বয়স থেকে এখন অবধি- বহু মেয়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমনই একজন হলেন সোমি আলি (Somy Ali)।

সলমনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন সোমি। একসময় চুটিয়ে প্রেম করলেও এখন কিন্তু ভাইজানকে একেবারেই সহ্য করতে পারেন না তিনি। একাধিকবার অভিনেতার বিরুদ্ধে তোপও দেগেছেন তিনি। তবে এবার যেন সব সীমা অতিক্রম করে ফেললেন সোমি।

Salman Khan Somy Ali

সোশ্যাল মিডিয়ায় সলমনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁকে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন সোমি। সেই সঙ্গেই তাঁর বিরুদ্ধে এনেছেন একাধিক বিস্ফোরক অভিযোগ। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

সলমনের প্রাক্তন প্রেমিকার দাবি, ভারতে তাঁর শো ব্যান করিয়েছেন সলমন। শুধু এটুকুই নয়, সোমির অভিযোগ বছরের পর বছর ধরে তাঁর ওপর শারীরিক অত্যাচারও করেছেন অভিনেতা। তাঁর গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাও দিতেন সলমন।

Salman Khan Somy Ali

বলিউড সুপারস্টারকে উগ্র পৌরুষে বিশ্বাসী বলে কটাক্ষ করে ‘শুয়োর’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি সোমি। পাশাপাশি যে সকল অভিনেতা-অভিনেত্রীরা ভাইজানকে সমর্থন করেন তাঁদের ধিক্কারও জানিয়েছেন তিনি। জানিয়েছেন, শুধুমাত্র তাঁকে একাই নয়, আরও অনেক অভিনেত্রীর গায়েই হাত তুলেছেন সলমন। যদিও এই বিস্ফোরক পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই সেটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন সোমি। যদিও ততক্ষনে ভাইরাল হয়ে গিয়েছেন স্ক্রিনশট।

Somy Ali on Salman Khan

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক প্রকাশ্যে সলমন খানের বিরুদ্ধে তোপ দেগেছেন সোমি। এর আগে ভাইজানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘একজন মহিলা অত্যাচারকারী’। এরপর অন্য একটি পোস্টে সলমনের নাম না করেই তাঁকে ‘খুনি’ বলেও দাবি করেন সোমি। যদিও পরে অজানা কারণে সেই পোস্টটিও মুছে দিয়েছিলেন সলমনের প্রাক্তন প্রেমিকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥