মাত্র মাস খানেক আগে স্টার জলসার পর্দায় শুরু হওয়া এমনই একটি সিরিয়াল হল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। বাবার বয়সী অভিনেতার সাথে অল্প বয়সী নায়িকার এই প্রেমের গল্প নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রশ্নের মুখে পড়েছিলেন এই ধারাবাহিকের নির্মাতারা। বাদ যাননি জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনও। তবে সিরিয়াল শুরু হতেই দর্শকদের মুখ কার্যত বন্ধ করে দিয়েছে অরিন্দম নোলকের জুটি।
কৌশিক সেনের মত তাবড় দমদার অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে পর্দা কাঁপাচ্ছেন ইবডাস্ট্রির নবাগতা অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)। তার চনমনে প্রাণখোলা অভিনয় ইতিমধ্যেই মন জিতেছে দর্শকদের৷ ধারাবাহিকে নোলক বহুরূপীর চরিত্রে অভিনয় করছেন তিনি, তার বিপরীতে শহরের নামজাদা উকিল অরিন্দম রায়ের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন।
এই সিরিয়ালের বিষয় হল অসম বয়সী দুজন মানুষের দাম্পত্য জীবনের গল্প। যা নিয়ে শুরুতেই দর্শকদের মধ্যে একটি বড় অংশ আপত্তি জানায়। এমনকি সিরিয়াল না দেখেই সিরিয়াল বন্ধেরও দাবি জানান দর্শকদের একটা বড় অংশ। কিন্তু এক মাসের মধ্যেই পাল্টে যায় পুরো সমীকরণ। দেখা যায় একসময় যারা এই সিরিয়াল বন্ধের দাবি তুলেছিলেন এখন তাদের কাছেই দারুণ পছন্দের জুটি হয়ে উঠেছেন নোলক বহুরপী আর উকিলবাবু অরিন্দম।
স্টার জলসার মতো প্রথম সারির চ্যানেলে নায়িকা চরিত্রে অভিনিয়ের আগে সোমুকে দেখা গিয়েছিল আকাশ আট চ্যানেলের ধারাবাহিক ‘ইকির মিকির’-এ সেকেন্ড লীড রোলে। অভিনেত্রী হওয়ার স্বপ্ন তার প্রথম থেকেই ছিল। কিন্তু তার লেখাপড়া সম্পূর্ণ অন্য একটা বিষয়ে। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে নতুন তিনি, এত বড় বড় অভিনেতাদের সাহচর্য পেয়ে এখন তিনি চান কেবল শিখতে। কৌশিক সেনকে সহ অভিনেতা নয় শিক্ষকই মনে করেন তিনি।
মালদায় সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন সোমু। পেশা বদল করে এখন তিনিই হয়ে উঠেছেন ছোটপর্দার নায়িকা ‘নোলক’। তবে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও বরাবরই সোমুর ইচ্ছা ছিল অভিনয় করার। তবে সেইসাথে সোমু জানিয়েছেন ‘কিন্তু হ্যাঁ, যদি অভিনয়ের দিকে আমার ভাগ্য না খুলত, তা হলে হয়তো ভিডিয়ো এডিটর হতাম। আগে ভিডিয়ো এডিট করে রোজগারও করেছি। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এডিট করেছিলাম।’