• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্ছেবাবু অতীত, বাংলার নতুন ক্রাশ হবে ‘ফুলকি’র বর! প্রকাশ্যে নতুন নায়কের ছবিসহ আসল পরিচয়

Updated on:

Zee Bangla upcoming serial Fulki hero name and real identity revealed

টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) হিরিক। একটা সিরিয়াল শেষ হতে না হতেই এসে হাজির হচ্ছে একঝাঁক নতুন সিরিয়াল। এখনকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। টিআরপির দৌড়ে পিছিয়ে পড়লেই নির্মাতারা কাঁচি চালান সিরিয়ালের ওপর। তাই টেলিভিশনের পর্দায় কোন সিরিয়ালের বয়স ৬ মাস তো কারো মাত্র তিন মাস।

এর বেশি কোন সিরিয়ালই আর ইলাস্টিকের এর মত টানছেন না নির্মাতারা। সম্প্রতি তেমনি জি বাংলায় (Zee Bangla) আসতে চলেছে একেবারে নতুন সিরিয়াল ‘ফুলকি’ (Phulki)। অনেকদিন আগেই প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রমো। সেই প্রমো দেখে জানা গিয়েছে গ্রামের মেয়ে ফুলকি বক্সিং চ্যাম্পিয়ন হতে চায়।

https://youtu.be/Tgcsfj9NW90

যদিও তার পেছনে থাকা অন্যতম একটা কারণ হল বক্সিং চ্যাম্পিয়ন হয়ে সেই পুরস্কারের টাকায় মায়ের চিকিৎসা করানো। ধারাবাহিকের নায়িকা ফুলকি চরিত্রের অভিনয় করছেন নবাগত অভিনেত্রী দিব্যানি মন্ডল (Divyani Mondal)।

খুব শিগগিরই তিনি অভিনয় জগতে পা রাখতে চলেছেন ঠিকই তবে এতদিন ধরে মডেলিং এর জগতেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন দিবানি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়  থাকেন এই অভিনেত্রী। যার ফলে ভার্চুয়াল জগতেও তাঁর ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মত।

Fulki New Serial Zee Bangla Mithai air off rumour

ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়কের চরিত্রে কে অভিনয় করছে সে  সম্পর্কে এতদিন জানা না গেলেও টেলিপাড়া সূত্রে খবর এই নতুন সিরিয়ালে দিব্যানির  বিপরীতে অভিনয় করবেন টেলিভিশনের একজন জনপ্রিয় নায়ক। তিনি হলেন হ্যান্ডসাম হাঙ্ক সোমরাজ মাইতি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ফুলকি Phulki,Hero,নায়ক,Somraj Maity,সোমরাজ মাইতি

ইতিপূর্বে একাধিক সিরিয়ালে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন সোমরাজ। এখন দেখার নতুন সিরিয়ালে নবাগত অভিনেত্রী দিব্যানির সাথে জুটি বেঁধে দর্শকমহলে কতটা জনপ্রিয়তা পায় এই জুটি। তবে সোমরাজই যে ফুলকির নায়ক হতে চলেছে এ বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোন ঘোষণা করা হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥