বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেতা হলেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ছিল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi Na Sesh Hoi)। এই সিরিয়ালের হাত ধরেই দর্শকদের কারও কাছে সাত্যকি তো কারও কাছে টুকাইবাবু (Tukai Babu) নামে পরিচিত তিনি। যদিও এখন ছোটপর্দার দর্শকদের কাছে তিনি সোমরাজ (Somraj) নামেই বেশি পরিচিত।
টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের হিড়িক তাই নতুন কে জায়গা দিতে জায়গা ছাড়তে হচ্ছে অনান্য সিরিয়ালগুলিকে। তেমনই কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে ঋত্বিক মুখার্জি অভিনীত আমাদের এই পথ যদি না শেষ হয়। এই ধারাবাহিকে ঋত্বিক জুটি বেঁধেছিলেন টেলি অভিনেত্রী অন্বেষা হাজরার সাথে।টিভির পর্দায় উর্মি সত্যকির জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। সিরিয়াল শেষ হওয়ার পর এখনও দর্শকমহলে তাদের জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো।
তবে এই সিরিয়াল শেষ হওয়ার পরে ঋত্বিক সুযোগ পেয়ে গিয়েছেন জি বাংলার আরও একটি নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’তে। এই ধারাবাহিকে বড়লোক ব্যবসায়ী সোমরাজ ব্যানার্জীর চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক। যার মেয়েদের সম্পর্কে রয়েছে একাধিক ভুল ধারণা এই ধারাবাহিকে তাঁর বিপরীতে তিতির চরিত্রে অভিনয় করছেন ‘আয় তবে সহচরী’ খ্যাত বরফি অভিনেত্রী অরুনিমা হালদার।
প্রসঙ্গত পর্দার এই সোমরাজ অর্থাৎ ঋত্বিক সম্প্রতি সিটি সিনেমায় একটি খোলামেলা সাক্ষাৎকারে আড্ডা জমিয়েছিলেন। সেখানে তিনি জানান পর্দার সোমরাজের সাথে বাস্তব জীবনেও তার বেশ কিছু মিল রয়েছে। যার মধ্যে অন্যতম হলো বদমেজাজী স্বভাব। বাস্তব জীবনে অভিনেতা নিজে নাকি বেশ মুডি। যার জন্য তিনি মাঝেমধ্যেই রেগে গিয়ে চেঁচামেচি করেন নিজের কাছের মানুষদের ওপর। তবে যদি ভুল করেন তাঁকে তিনি ক্ষমাও করে দেন তাড়াতাড়ি।
প্রসঙ্গত কিছুদিন আগেই মন দিতে চাই সিরিয়ালের ঘুরন্ত বিয়ে নিয়ে ব্যাপক ট্রোল হয়েছিল। এপ্রসঙ্গে ঋত্বিক জানিয়েছেন মানুষ যখন তাকে নিয়ে ট্রোল করে সেটাকে তিনি একেবারে খারাপ ভাবে নেন না বরং খুব ভালোভাবেই নেন। কারণ তিনি মনে করেন সেই মানুষটা তাকে ভালো করে দেখে যে বলেই তাকে নিয়ে ট্রোল করেন।
এরপর ঋত্বিকের কাছে জানতে চাওয়া হয় তার বাস্তবের উর্মি কে? এ বিষয়ে পুরোপুরি খোলসা করে কিছু না বললেও তিনি শুধু বলেন ক্রমশ প্রকাশ্য। সেই সাথে এদিন তিনি জানিয়ে দেন দর্শকদের কাছে কোন কিছু গোপন রাখো খুবই কঠিন। তাই যা হবে সবার আগে দর্শকরাই জানতে পারবেন।