• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ বছরে এই প্রথম, মহালয়ায় সূর্যগ্রহণ বয়ে আনবে অমঙ্গল! রইল জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী

Once in a 100 Year Solar Eclipse : মহালয়া (Mahalaya) এসে গিয়েছে মানেই পুজো শুরু। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় দেবীপক্ষের। বাতাসে ম ম করতে থাকে পুজো পুজো গন্ধ। তবে এই বছরের মহালয়া কিন্তু বাকি বছরগুলির থেকে আলাদা হতে চলেছে। কারণ এই বছরে এমন একটি জিনিস ঘটতে চলেছে যা গত এক শতাব্দীতে (100 Years) ঘটেনি। কারণ এই বছর মহালয়া দিনই সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব।

চলতি বছর ১৪ অক্টোবর মহালয়া পড়েছে। সেদিন অনেকেই তর্পণ করেন। আর এই বছর সেদিনই হবে সূর্যগ্রহণ। জানা গিয়েছে, মহালয়ার দিন রাত ৮:৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। পরেরদিন মধ্যরাত ২:২৫ মিনিটে গ্রহণ ছাড়বে। তবে এও জানানো হয়েছে, ভারত থেকে এই সূর্য গ্রহণ দেখা যাবে না।

   

Solar eclipse, Solar eclipse on Mahalaya

ইতিমধ্যেই চলতি বছর দু’টো গ্রহণ হয়ে গিয়েছে। তবে সেই দুই গ্রহণ ভারত থেকে দেখা যায়নি। গত ২০ এপ্রিল সূর্যগ্রহণ এবং ৫ মে চন্দ্রগ্রহণের মধ্যে কোনোটাই দেখতে পায়নি ভারতবাসী। মহালয়ার দিন সূর্যগ্রহণের ক্ষেত্রেও এর অন্যথা হবে না।

আরও পড়ুনঃ শুধু পৃথিবী নয়, চাঁদেও রয়েছে সম্পত্তি! চন্দ্রযান-৩ পৌঁছনোর আগেই চাঁদে জমি কিনে রেখেছেন এই ভারতীয়রা

তবে ভারতে দেখা না গেলেও, বিশ্বের বহু দেশের মানুষ মহালয়ার দিন হতে চলা সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে। উত্তর আমেরিকা, কানাডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ব্রাজিল, পেরু সহ একাধিক দেশ থেকে আগামী ১৪ অক্টোবরের সূর্যগ্রহণ দেখা যাবে। জানিয়ে রাখি, সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পর, অর্থাৎ আগামী ২৯ অক্টোবর চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে।

আরও পড়ুনঃ পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্বেও বাংলার জয়! ‘চন্দ্রযান-৩’ অভিযান সফলতায় বড় অবদান ৭ বাঙালি বিজ্ঞানীর

Solar eclipse, Solar eclipse on Mahalaya

সাম্প্রতিক অতীতে মহালয়ায় সূর্যগ্রহণের মতো ঘটনা ঘটেনি। দীর্ঘ ১০০ বছর পর এমন ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে অনেক ধর্মপ্রাণ মানুষ চিন্তায় পড়ে গিয়েছেন। মহালয়ার দিন সূর্যগ্রহণ হওয়া কোনও অমঙ্গলের সংকেত না তো? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।

তবে জ্যোতিষ শাস্ত্রবিদরা জানিয়েছেন, যেহেতু ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, সেই জন্য তর্পণ করায় কোনও বাধা নেই। তাছাড়া মহালয়া এবং সূর্যগ্রহণের মধ্যে কোনও বৈজ্ঞানিক সম্পর্ক নেই। তাই চিন্তার কোনও কারণ নেই।