• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকোচুরি শেষ, সোহমের জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন গাঁটছড়ার ‘খড়ি’ সোলাঙ্কি!

Updated on:

Solanki Roys special message Soham Majumdar Birthday

বাংলা সিরিয়ালের খড়ি (Khori) ওরফে সোলাঙ্কি রায়কে (Solanki Roy) কে না চেনেন।ধারাবাহিকে টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি হামেশাই চর্চায় উঠে আসে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora) সিরিয়ালের নায়িকার ব্যক্তিগত জীবন।

বিশেষ করে সহ অভিনেতা সোহম মজুমদারের (Soham Majumdar) সাথে বিবাহিত সোলাঙ্কির প্রেমের জোয়ারে মাঝে মধ্যেই হেডলাইন তৈরী হয় পেজথ্রির পাতায়। প্রসঙ্গত সিরিয়ালের পাশাপাশি ইতিমধ্যেই ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করেছেন সোলাঙ্কি।

সোলাঙ্কি রায়,Solanki Roy,সোহম মজুমদার,Soham Majumdar,জন্মদিন,Birthday,শুভেচ্ছা,Wish,বিশেষ বার্তা,Special Message

সেই সুবাদেই সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘সাড়ে সাইত্রিশ’-এ অভিনয় করতে গিয়েই আলাপ হয়েছিল সোহম-সোলাঙ্কির। সেই থেকেই টেলিপাড়ায় কান পাতলেই শোনা যায় সোহম-সোলাঙ্কির প্রেমের গুঞ্জন। মাঝেমধ্যেই ইতিউতি একসাথে জুটিতে-দুটিতে দেখা যায় সোহম-সোলাঙ্কিকে।

Solanki Roy Khori Gantchora

আর আজ ৪ঠা এপ্রিল সোহমের জন্মদিনেই আরও একবার সোলাঙ্কির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা মিলল সোহমের। চর্চিত প্রেমিকের জন্মদিনে একটি আদুরে ছবি শেয়ার করে নিয়েছেন সোলাঙ্কি। ছবিতে সোহমের মুখে মুক্ত ঝড়া হাসি। আর পাশে বসেই মুখ ভেংচে দুষ্টু মিষ্টি হাসি মুখে পোজ দিয়েছেন পর্দার খড়ি।

ছবির ক্যাপশনে সোহমের উদেশ্যে অভিনেত্রী লিখেছেন ‘ শুভ জন্মদিন। তুমি সারা জীবন এমন পাগলই থেকো সোহম’। এমন মিষ্টি শুভেচ্ছার উত্তর দিতে ভোলেননি সোহমও। সোলাঙ্কির  শেয়ার করা এই স্টোরি শেয়ার করে সোহম একেবারে হেসেই গড়াগড়ি খাচ্ছেন সোহম।

সোলাঙ্কি রায়,Solanki Roy,সোহম মজুমদার,Soham Majumdar,জন্মদিন,Birthday,শুভেচ্ছা,Wish,বিশেষ বার্তা,Special Message

এমনিতে সকলেই জানেন সোলাঙ্কি বিবাহিত, ২০১৮ সালেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। কিন্তু কানাঘুষো শোনা যায় সেই বিয়ে ভেঙে সোলাঙ্কি এখন নতুন সম্পর্কে জড়িয়েছেন। বর্ষবরণের পর সোহমের জন্মদিনে সোলাঙ্কির শেয়ার করা ছবি তাঁদের প্রেমের গুঞ্জন আবার বাড়িয়ে তুলেছে।

যদিও আজ অবধি স্বামী শাক্য বসুর সাথে সোলাঙ্কির ডিভোর্স হয়েছে কিনা সেবিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে সোহম-সোলাঙ্কি দুজনের কেউই আজ অবধি এই সম্পর্কে সিলমোহর দেয়নি। তারা দুজনেই একে অপরকে বন্ধু বলেই পরিচয় দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥