• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিল্পীদের সম্মান দিতে শিখুন! অরিজিৎ সিংয়ের চোট লাগার ঘটনায় ক্ষুব্ধ পর্দার ‘খড়ি’ শোলাঙ্কি

Published on:

Arijit Singh Injured Solanki Roy Anger

কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশবাসী বুঁদ বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানের গলায়। সুখ হোক কিংবা দুঃখ জীবনের যে-কোনো পরিস্থিতিতেই  অরিজিৎ সিংয়ের গান যেন মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন অনুরাগীরা। তাই অরিজিৎ সিং বলতে এক কথায় পাগল সকল সংগীতপ্রেমীরা। তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই মহিলা মহলে।

তবে কথায় বলে বেশি ভালোবাসাও অনেক সময় অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি তেমনটাই ঘটলো অরিজিৎ সিং এর সাথে। মঞ্চে উপস্থিত অরিজিৎ সিংকে সামনাসামনি দেখে দর্শকাসনে উপস্থিত এক এটি উৎসাহিত অনুরাগী অরিজিতের হাত ধরে টানা হ্যাঁচড়া করে তাঁর হাত মুচড়ে দেন। লাইভ পার্ফমেন্সের সময় গায়ক তাঁর হাতে এতটাই চোট পেয়েছেন যে তার হাত রীতিমতো কাঁপতে শুরু করে।

Arijit Singh, Arijit Singh heckled, Arijit Singh Aurangabad concert

কিন্তু ওই যে বিনোদন জগতে সমস্ত শিল্পীদের মূল মন্ত্র একটাই জীবনে যাই হয়ে যাক না কেন ‘দ্য শো মাস্ট গো অন।’ তাই এদিন হাতে চোট নিয়ে ব্যান্ডেজ বেঁধেই নির্দিষ্ট সময় পর্যন্ত গান গাইতে দেখা গিয়েছিল অরিজিৎকে।  তবে ওই অনুরাগীর এমন অদ্ভুত আচরণের সমালোচনায় মুখর হয়েছেন গোটা দেশবাসী। এবার এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব  হয়েছেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি  রায় (Solanki Roy)।

Solanki Roy

কিছুদিন আগে পর্যন্ত ‘গাঁটছড়া’ সিরিয়ালের প্রধান নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তবে এখন ছুটির মুডে রয়েছেন অভিনেত্রী।  এরই মাঝে অরিজিৎ সিং এর সাথে ঘটা ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন ‘মানুষ আর কবে শিখবে পার্সোনাল স্পেস কাকে বলে? কাউকে ভালোবাসার মানে এই নয় যে তাকে আপনি খামচে ধরবেন কিংবা টানা হ্যাঁচড়া করে আঘাত করবেন।

অরিজিৎ সিং,Arijit Singh,ভাইরাল ভিডিও,Viral Video,আহত,Injured,অতি উৎসাহী ফ্যান,Over Exited Fan,শোলাঙ্কি রায়,Solanki Roy,ক্ষোভ,Anger,প্রতিক্রিয়া,Reaction,সোশ্যাল মিডিয়া,Social Media

সেই অভিনেত্রী লিখেছেন ‘একজন শিল্পী নিজের হৃদয় দিয়ে তার সেরাটা পারফর্ম করে আপনাদের মনোরঞ্জন করার জন্য। তারা কিন্তু নিজেদের কাজটা করে করেন। তাই দয়া করে সেটাকে সম্মান করতে শিখুন। অরিজিৎ সিং এর দ্রুত আরোগ্য কামনা করছি।’

প্রসঙ্গত ভক্তের কাছ থেকে চোট পেয়েও কিন্তু ওরকম একটা পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখেছিলেন অরিজিৎ। সেইসাথে ওই মহিলা অনুরাগীকে নিজে দাঁড়িয়ে থেকে গায়ক বুঝিয়ে বলেছিলেন ‘আপনি যে এভাবে আমার হাত ধরে টানছেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়তে পারছি না আমি। এই অবস্থায় আমি যদি গান গাইতে না পারি? তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কি করে? তাহলে কি আমি চলে যাব?’

এইভাবেই  খুব ভদ্র এবং মার্জিতভাবে ওই মহিলাকে মোক্ষম জবাব দিয়েছেন অরিজিত। যা আরো একবার মন জয় করে নিয়েছে অরিজিৎ ভক্তদের। তবে সম্প্রতি অরিজিতের টিমের তরফ থেকে একজন সদস্য সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আর অরিজিৎ এখন ভালো আছেন। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥