বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায় (Solanki Roy)। এখন যদিও বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তিনি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)-র ইশা ওরফে খড়ি (Khori) নামেই অধিক জনপ্রিয়। এই চরিত্রে তাঁর অভিনয় অল্পদিনেই মন ছুঁয়েছে সিরিয়ালপ্রেমী দর্শকদের। এই ধারাবাহিকে টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধেছেন তিনি।
টিভির পর্দায় এই সিরিয়ালের ঋদ্ধি-খড়ি জুটির সম্পর্কের রসায়ন ভীষণ পছন্দ করেন দর্শকরা। তাই ভালোবেসে তাদের নাম দেওয়া হয়েছে ‘খড়িদ্ধি’। তবে শুধু সিরিয়ালই নয় ইতিমধ্যেই ওয়েব সিরিজের পাশাপাশিই সোলাঙ্কির হাতেখড়ি হয়েছে বড়পর্দাতেও। অভিনেতা যীশু সেনগুপ্তের সাথে জুটি বেঁধে সোলাঙ্কি অভিনয় করে ফেলেছেন ‘বাবা বেবি ও’ সিনেমায়।
যাদবপুর বিশ্ববিয়ালয়ের ছাত্রী সোলাঙ্কির অভিনয় জীবনে আসাটা শুরু হয়েছিল ইটিভি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কথা দিলাম’ দিয়ে। যদিও সেটা আজ থেকে ৮ বছর আগের কথা। এই দীর্ঘ ৮ বছরের অভিনয় জীবনে তিনি অভিনয় করে ফেলেছেন একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে।
তবে আজ পর্যন্ত সোলাঙ্কি অভিনীত অন্যতম সুপারহিট মেগা সিরিয়ালের কথা উঠলে প্রথমেই আসে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ইচ্ছে নদী’-র নাম। এই সিরিয়ালে জনপ্রিয় টেলি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধেছিলেন সোলাঙ্কি। পর্দার সেই অনুরাগ মেঘলার জুটি আজও সমান জনপ্রিয় দর্শকমহলে।
সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ বিনোদনের যে কোনো মাধ্যমে, যে কোনো চরিত্রেই সোলাঙ্কির বলিষ্ঠ অভিনয় চর্চায় নিয়ে এসেছে তাঁকে। তবে শুধু অভিনয় নয় ইদানিং মাঝেমধ্যেই শিরোনামে আসে অভিনেত্রীর ব্যাক্তিগত জীবনও। এমনিতে সকলেই জানেন সোলাঙ্কি বিবাহিত, ২০১৮ সালেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। কিন্তু কানাঘুষো শোনা যায় সেই বিয়ে ভেঙে সোলাঙ্কি এখন নতুন সম্পর্কে জড়িয়েছেন।
আর তাঁর সেই চর্চিত প্রেমিক হলেন টলি পাড়ার পরিচিত অভিনেতা সোহম মজুমদার। আসলে ‘সাড়ে সাইত্রিশ’ নামের এক ওয়েব সিরিজে একসাথে কাজ করেছিলেন তারা। শোনা যায় সেই সূত্রেই নাকি গাঢ় হয়েছে তাঁদের বন্ধুত্ব। এরইমধ্যে বর্ষবরণের রাতে সোশ্যাল মিডিয়ায় যুগলের মিষ্টি ছবি উস্কে দিয়েছে নতুন জল্পনা। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সোহমের বুকে মাথা রেখে হাসিমুখেই পোজ দিচ্ছেন সোলাঙ্কি।তবে বলতেই হয় এদিন চকলেট কালারের লেদার ড্রেসে সোলাঙ্কির মারকাটারি লুক দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের।