• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিক্রম নাকি গৌরব, সহ অভিনেতা হিসেবে কে বেশি কাছের? অবশেষে নিজেই জানালেন শোলাঙ্কি

Published on:

Solanki Roy talks about her co-stars Vikram Chatterjee and Gourab Chatterjee

স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gatchora) ধারাবাহিকটির জনপ্রিয়তা বিপুল। এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায় (Solanki Roy) অভিনীত সেই সিরিয়াল। দর্শকদের বেশ পছন্দের ঋদ্ধিমান এবং খড়ির দুষ্টু মিষ্টি জুটি। তাঁদের খুনসুটি, টক ঝাল মিষ্টি রসায়ন দেখে হাসি চেপে রাখা দায়। তবে বাস্তবে অভিনেত্রী শোলাঙ্কির ঋদ্ধিকে কতটা পছন্দের?

‘গাঁটছড়া’র আগে শোলাঙ্কি স্টার জলসার আরও ২টি ধারাবাহিকে কাজ করেছেন। ‘ইচ্ছেনদী’ এবং ‘প্রথম কাদম্বিনী’তেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সুপারহিট হয়েছিল সেই দুই ধারাবাহিকও। বিশেষত ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) সঙ্গে শোলাঙ্কির (Solanki Roy) রসায়ন দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল।

Vikram Chatterjee and Solanki Roy

‘ইচ্ছেনদী’ শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও দর্শকরা অনুরাগ-মেঘলার জুটিকে বেশ মিস করেন। তবে শোলাঙ্কির সহ অভিনেতা হিসেবে কাকে বেশি পছন্দ? ‘ইচ্ছেনদী’র বিক্রম নাকি ‘গাঁটছড়া’র ঋদ্ধিকে? সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন তিনি।

শোলাঙ্কি বলেন, তিনি খুবই ভাগ্যবান যে এত ভালো ভালো সহ অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন। বিশেষ করে ‘ইচ্ছেনদী’র অনুরাগের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও দারুণ। পর্দার অনুরাগের সঙ্গে মেঘলার বোঝাপড়াও দারুণ। আর ‘গাঁটছড়া’র ঋদ্ধির সম্বন্ধে কী মত অভিনেত্রীর?

Gourab Chatterjee and Solanki Roy

জনপ্রিয় টেলি অভিনেত্রী বলেন, গৌরবের সঙ্গেও তাঁর কাজ করার দারুণ। সেই সঙ্গে শোলাঙ্কি নাম নেন জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীরও। তিনি জানান, বিদীপ্তা তাঁর খুবই কাছের একজন মানুষ।

শোলাঙ্কি বলেন, টলিউড অভিনেতাদের মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের হলেন উত্তম কুমার এবং বলিউডে তাঁর পছন্দ রণবীর সিং এবং রণবীর কাপুরকে। এছাড়া হলিউডের রবার্ট ডাউনি জুনিয়রকে খুব ভালোলাগে অভিনেত্রীর। আর ‘টাইটানিক’এর নায়ক লিওনার্দো দি ক্যাপ্রিও তো তাঁর চিরকালের প্রিয়। আর পছন্দের অভিনেত্রী কে? পর্দার খড়ি জানান, টলিউডের সাবিত্রী চট্টোপাধ্যায় এবং বলিউডের বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং আলিয়া ভাটকে সবচেয়ে পছন্দ তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥