• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোয় ফিতে কেটেই লাখপতি! উদ্বোধনী পারিশ্রমিকের আসল সত্যি সামনে আনলেন ‘খড়ি’ অভিনেত্রী শোলাঙ্কি

Published on:

Solanki Roy,Solanki Roy inauguration fees,Durga Puja,Tollywood,entertainment,শোলাঙ্কি রায়,দুর্গা পুজো,দুর্গা পুজো উদ্বোধন,টলিউড,বিনোদন

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে একটি আলোচনা। তা হল দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধনে বাংলার টেলি তারকারদের পারিশ্রমিক। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যম কর্তৃক প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছিল, দুর্গা পুজোর ফিতে কাটার জন্য বাংলা ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কখনও কখনও সেই অঙ্কটা লাখের ঘরও ছুঁয়ে ফেলে।

এরপর থেকেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কারণ দুর্গাপুজো শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। পুজো কমিটিগুলির প্রস্তুতি একেবারে তুঙ্গে। কোন তারকাকে দিয়ে প্যান্ডেলের ফিতে কাটা হবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। এসবের মাঝেই শোলাঙ্কি রায় (Solanki Roy), সৌমিতৃষা কুন্ডু, শন বন্দ্যোপাধ্যায়ের ফিতে কাটার দর দেখে চোখ কপালে উঠেছিল তাদের।

Sean Banerjee and Solanki Roy

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তরফ থেকে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছিল, ফিতে কাটার জন্য বাংলার টেলি তারকারা কেউ চান ৪৫ হাজার, কেউ চান ৮৫ হাজার, আবার কেউ চান ১ লাখ টাকা। মা দুর্গার প্যান্ডেল উদ্বোধনের ক্ষেত্রেও তারকাদের টাকা নিয়ে এত খাই দেখে চটে গিয়েছিলেন ভক্তদের একাংশ।

এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। জানিয়েছিলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে যে তথ্য তুলে ধরা হয়েছে তা একেবারেই সত্যি নয়। এরপর জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী জানান, গত ১০ বছর ধরে পুজো-সহ কোনও ইভেন্টে অংশগ্রহণ করেন না তিনি।

Gourab-Roy-Chowdhury-1

এবার এই বিষয়ে মুখ খুলেছেন ‘গাঁটছড়া’র খড়ি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পোস্টটি শেয়ার করে তাদের ট্যাগ করে শোলাঙ্কি লিখেছেন, ‘এই রকম ফালতু এবং ভিত্তিহীন খবর প্রকাশ করা বন্ধ করুন’।

Solanki Roy on her Puja inauguration fees

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বাংলার টেলি অভিনেতা-অভিনেত্রীদের পুজো উদ্বোধনের পারিশ্রমিক সংক্রান্ত যে খবর ভাইরাল হয়েছে, তাতে যে তাঁদের ভাবমূর্তি নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই কারণেই এই বিষয়টি নিয়ে একে একে মুখ খুলছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥