• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্যান্টটা ভুল করে উপরে পরে নিয়েছেন? বোল্ড ছবি পোস্ট করে ট্রোল্ড গাঁটছড়ার ‘খড়ি’ ওরফে শোলাঙ্কি

শোলাঙ্কি রায়,গাঁটছড়া,টপ,প্যান্ট,বোল্ড ছবি,Solanki Roy,Gnatchora,Top,pant

সিরিয়ালপ্রেমী বাঙালি দর্শকদের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছে ‘গাঁটছড়া’ সিরিয়াল। শুরুর পর থেকেই ভালোই জনপ্রিয় হয়েছে সিরিয়ালের খড়ি ও ঋদ্ধিমান জুটি। এমনকি ইতিমধ্যেই মিঠাইকে এক ধাক্কায় সরিয়ে বেঙ্গল টপার হয়ে দেখিয়ে দিয়েছে গাঁটছড়া। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)।

‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে বিক্রম চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। দিন কয়েক আগেই বড় পর্দায় যীশু সেনগুপ্তর সঙ্গে ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয় করেছেন সোলাঙ্কি। এছাড়াও মন্টু পাইলট ওয়েব সিরিজে তার অভিনয় ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল।

শোলাঙ্কি রায়,গাঁটছড়া,টপ,প্যান্ট,বোল্ড ছবি,Solanki Roy,Gnatchora,Top,pant

সব মিলিয়ে এই মুহুর্তে নেটপাড়ার নয়া সেনসেশন তিনি। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় শোলাঙ্কি। মাঝে মধ্যেই নিজের নিত্য নতুন ছবি ভিডিও পোস্ট করে অনুরাগীদের মন ভালো করে দেন তিনি। সিরিয়ালে শাড়ি পরে দেখ গেলেও বাস্তবে কিন্তু এক্কেবারে অন্যরকম অভিনেত্রী খড়ি অভিনেত্রী শোলাঙ্কি।

শোলাঙ্কি রায়,গাঁটছড়া,টপ,প্যান্ট,বোল্ড ছবি,Solanki Roy,Gnatchora,Top,pant

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন শোলাঙ্কি, যেখানে একেবারে বোল্ড লুকে ধরা পড়েছেন তিনি। ছবিতে অফ শোল্ডার জিন্সের টপ আর জিন্সের শর্ট স্কার্টে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে। শোলাঙ্কিকে যারা চেনেন তারা জানেন এইরকম ওয়েস্টার্ন সাজে খুব কমই দেখা যায় তাকে।

শোলাঙ্কি রায়,গাঁটছড়া,টপ,প্যান্ট,বোল্ড ছবি,Solanki Roy,Gnatchora,Top,pant

এই ছবির জন্য যেমন প্রশংসা পেয়েছেন তেমনই ট্রোলড ও হতে হয়েছে তাকে। অনেকেই তার ডেনিম অফসোল্ডার স্টাইলিশ টপ দেখে মন্তব্য করেছেন, ‘প্যান্টটা কি ভুল করে উপরে পরে ফেলেছেন?’ তবে একেবারে অন্য লুকে দেখে কেউ কেউ অভিনেত্রীর বেজায় প্রশংসাও করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥