• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুচুটে শৈল মা’র কিউট বয়ফ্রেন্ড! নেটপাড়ায় ছোটবেলার ছবি ফাঁস হতেই হাসি থামা দায় দর্শকদের

Published on:

Grouri Elo Shoilo Maa had boyfriend netigens are gossiping on social media

এই মুহূর্তে জি বাংলার অন্যতম চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) সিরিয়াল হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই  সিরিয়ালের দাপুটে খলনায়িকা শৈল মায়ের (Soilo Ma) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন চান্দ্রেয়ীর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই।

তাই ধারাবাহিকের তিনি যে খুব সুন্দর ভাবেই ভন্ড শৈলমায়ের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। শুরু থেকেই দেখা যাচ্ছে এই সিরিয়ালে নায়িকা গৌরীর চিরশত্রু হয়ে উঠেছে ভন্ড,অশুভ শক্তির আধার শৈল মা (Shailo Maa)। গৌরীকে প্রাণে মেরে ফেলা থেকে অপহরণ করা নানা কারণে ইতিমধ্যেই একাধিকবার ষড়যন্ত্রের জাল বিছিয়ে ব্যর্থ হয়েছে শৈল মা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,খলনায়িকা,Villain,শৈল মা,Soilo Ma,চান্দ্রেয়ী ঘোষ,Chandreyee Ghosh,প্রেমিক,Boyfriend,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আর এই কাজে বরাবরই তাকে ইন্ধন জুগিয়েছেন ঘোষাল বাড়ির আরও তিন সদস্য। তারা হলেন ছোট দাদু আর পলার মা বাবা। ইতিমধ্যেই দেখা গিয়েছে শৈলমাকে শাস্তি দিয়েছেন স্বয়ং মা ঘোমটা কালী। মায়ের নাম নিয়ে একের পর এক মিথ্যা অনাচার করায় তাকে একেবারে পঙ্গু করে দিয়েছেন মা কালী। কিন্তু তাতে কি? শৈলমায়ের শয়তান মস্তিষ্ক তো পুরোপুরি সতেজ।

Soilo Ma with her boyfriend in young age

তাই এই অবস্থাতেও সে কোনো না কোনো ষড়যন্ত্রের জ্বাল বিছিয়েই চলেছে। সদ্য দেখা গিয়েছে নিজে না পারলেও মেজদার সাহায্য নিয়ে গৌরিকে ঠান্ডার মধ্যেই আটকে রেখেছিল শৈলমা। কিন্তু এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan Gouri) আসলে স্বয়ং হর-গৌরীর মানব রূপ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,খলনায়িকা,Villain,শৈল মা,Soilo Ma,চান্দ্রেয়ী ঘোষ,Chandreyee Ghosh,প্রেমিক,Boyfriend,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই নানান অলৌকিক কান্ড কারখানার মধ্যে দিয়ে বিশেষ করে গৌরীর কপালে নিজের কপাল ঠেকিয়ে অলৌকিকভাবেই গৌরীকে বাঁচিয়ে তুলেছে পেশায় ডাক্তার ঈশান ঘোষাল। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মজার বিষয়। আসলে সদ্য একজন এটিজেন গৌরী এলো সিরিয়ালের শৈল মায়ের মেয়েবেলার ছবি আর একজন যুবকের ছবি দিয়ে লিখেছেন ‘শৈল মায়েরও বয়ফ্রেন্ড ছিলো ভাবা যায়’। এই পোস্ট আর ক্যাপশন পড়ে হেসেই গড়াচ্ছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥