• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে অভিনয়ের ইচ্ছাটাই মরে গেছে! তিক্ত অভিজ্ঞতা জানিয়ে বিস্ফোরক ‘সহচরী’ কনীনিকা

Published on:

Koneenica Banerjee Aye Tobe Sohochori

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত অভিনেত্রী হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। টেলিভিশনের পর্দায় কনীনিকা অভিনীত শেষ সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)। শুরু থেকেই দারুন হিট হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু পরবর্তীতে কম টিআরপির কারণে বন্ধ হয়ে যায় এই সিরিয়াল।

‘আয় তবে সহচরী’তে মাঝ বয়সী গৃহবধূ সহচরীর দুচোখ ভরা স্বপ্ন নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে গোল্ডমেডেল পাওয়ার স্বপ্ন নিয়েশুরু হয়েছিল এই সিরিয়াল। সবমিলেই ভালোই চলছিল সব। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। বাধ সাধে  অভিনেত্রীর শারীরিক অসুস্থতা। তাই তিনি সিরিয়াল থেকে বিরতি নেওয়ার কদিনের মধ্যেই শেষ হয়ে যায় সিরিয়াল।

বাঙালি অভিনেত্রী,Bengali Actress,কনীনিকা ব্যানার্জী,Koneenica Banerjee,বাঙালি সিরিয়াল,Bengali Serial,আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,খারাপ অভিজ্ঞতা,Bad Experinece

দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক মেগা সিরিয়ালের পাশাপাশি কনীনিকা অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। সদ্য মুক্তি পেয়েছে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা ‘প্রজাপতি’। এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ  চরিত্র করেছেন কনীনিকা।

কিন্তু ইতিমধ্যেই ছোটপর্দার দর্শক মিস করতে করতে শুরু করেছেন তাঁকে। তাই সকলেই জানতে চাইছেন কবে আবার বাংলা সিরিয়ালে ফিরবেন  অভিনেত্রী। এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন সিরিয়াল করতে এসে তিক্ত অভিজ্ঞতা হওয়ার কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর সিরিয়ালে অভিনয় করবেন না। অভিনেত্রীর কথায় টেলিভিশনের পর্দায় সহচরীই তাঁর শেষ সিরিয়াল।

Koneenica Banerjee's voice therapy after spinal surgery

এপ্রসঙ্গে কনীনিকার সপাট জবাব ছোট পর্দায় কাজের ইচ্ছেটাই নাকি নষ্ট হয়ে গিয়েছে তাঁর। কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছেন ‘প্রথম পাঁচ মাস ধারাবাহিক চিত্রনাট্য মেনে চলে। যেই টিআরপি তলানিতে ঠেকে তখনই গল্পের গরু গাছে ওঠে। ও ভাবে কাজ করতে আর পারব না।’

বাঙালি অভিনেত্রী,Bengali Actress,কনীনিকা ব্যানার্জী,Koneenica Banerjee,বাঙালি সিরিয়াল,Bengali Serial,আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,খারাপ অভিজ্ঞতা,Bad Experinece

তবে সেইসাথে ছোটপর্দায় অভিনয়ের ক্ষেত্রে একগুচ্ছ শর্ত দিয়ে কনীনিকা জানিয়েছেন ‘ছোট পর্দায় যদি আমায় নিতেই হয় তা হলে প্রযোজক-পরিচালককে আমার শর্ত মানতে হবে। তাঁরা আমার সঙ্গে সহযোগিতা করলে তবেই কাজ করার কথা ভাবব। না হলে ১২-১৪ ঘণ্টা কাজ করার মতো শারীরিক পরিস্থিতি আমার নেই। ছোটপর্দার পিছনে অত খাটবও না আর’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥