• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদ, সম্পর্ক কি এত সহজে ভেঙে যায়! নিজের মত জানালেন সোহিনী সেনগুপ্ত

একসময় বিয়ে মানেই ছিল জন্ম জন্মান্তরের বন্ধন। কিন্তু সেই সময় এখন অতীত বলা যেতেও পারে। কারণ যত দিন যাচ্ছে বেড়েই চলেছে বিচ্ছেদের (Divorce) সংখ্যা। অভিনয় জগতের বিচ্ছেদের খবর দেখলেই সেটা বোঝা যায়। এবার বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। তবে অভিনেত্রী মূলত মৃন্ময় ও অনিন্দিতার বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন।

বছর পাঁচেক আগে পাহাড়ের কোলে শুরু হয়েছিল মৃন্ময় ও অনিন্দিতার কাহিনী। ঠিক সেখানে অর্থ মেঘে ঘেরা পাহাড়েই হবে বিচ্ছেদ। কিন্তু সত্যিই কি বিচ্ছেদ হলে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়? এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ‘ বিচ্ছেদ মানেই শেষ নয়, সম্পর্ক থামলেও বন্ধুত্ব শেষ হয়না। আমার সাথে যেমন সপ্তর্ষির বন্ধুত্ব চিরজীবনের। ঠিক এমনই একটা গল্প তুলে ধরা হয়েছে’।

   

Sohini Sengupta,Kaushik Ganguly,Megh Bari,Tollywood Upcoming Movie,Bengali Movie on Divorce,সোহিনী সেনগুপ্ত,কৌশিক গঙ্গোপাধ্যায়,মেঘ বাড়ি,বিবাহ বিচ্ছেদ

ভাবছেন ছবির নাম কি? ছবির নাম হল ‘মেঘ বাড়ি’ (Megh Bari)। সুজিত পাইন পরিচালিত এই ছবিতে সোহিনীর পাশাপাশি দেখা যাবে বিখ্যাত অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Kaushik Ganguly)। সম্পর্কের টানাপোড়েন ও দুজনের রসায়ন নিয়ে তৈরী হয়েছে এই ছবির কাহিনী। যেটা কলকাতা আর উত্তরবঙ্গে শুটিং করা হয়েছে।

ছবিতে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। ঝালং বা বিন্দুর পাহাড়ের কিনারা থেকে মূর্তি নদীর ধরে হর্নবিল কিংবা ঝিঁঝিঁ  পোকার ডাক সোনা গিয়েছে ছবিতে।  রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নাটকের আদলে তৈরী এই ছবি খুবই কম বাজেটে  তৈরী হয়েছে। তবে এতে কিন্তু ছবির কাহিনীতে কোনো প্রভাব পড়েনি। বরং দর্শকেরা এই ছবি বেশ উপভোগ করবেন বলেই মনে করছেন পরিচালক।

এতো গেল ছবির কথা, এবার পর্দার পাশাপাশি বাস্তবের সম্পর্কেও আসা যাক। একই ইন্ডাস্ট্রিতে থাকার সূত্রে সোহিনী ও কৌশিকের পরিচিতি বহুদিনের। তবে কৌশিক সম্পর্কে সোহিনীর অন্য ধারণা ছিল যেটা ভুল প্রমাণিত হয়েছে। অভিনেত্রীর মতে, আগে ভাবতাম কৌশিক রাজি ও নাকউঁচু একজন মানুষ। ছবিতে সোহিনীকে অনিন্দিতা ও কৌশিককে মৃন্ময়ের চরিত্রে দেখা যাবে। এখন অপেক্ষা ছবিটি মুক্তি পাওয়ার।