• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘খড়কুটো’ থেকে অনেক বন্ধু পেয়েছি! শেষ সম্প্রচারের শেষে আবেগপ্রবণ ‘পুটুপিসি’ সোহিনী 

বাংলা বিনোদন জগতের অন্যতম দাপুটে এবং বলিষ্ঠ একজন অভিনেত্রী হলেন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। ছোট পর্দার দর্শকদের কাছে যদিও তিনি পুটুপিসি (Putu Pisi) নামেই বেশি পরিচিত। এতদিন মঞ্চ এবং সিনেমার পর্দা কাঁপানোর পর এখন তিনি চুটিয়ে অভিনয় করছেন বাংলা সিরিয়ালেও। তবে একথা কিন্তু ঠিক  ‘খড়কুটো’ (Khorkuto) সিরিয়ালে গুনগুন সৌজন্যর  পুটু পিসি হয়েই অভিনেত্রী পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে।

গতকালই টিভিতে ছিল লীনা গাঙ্গুলীর লেখা এই জনপ্রিয় ধারাবাহিকের শেষ সম্প্রচার। এই পর্বে ধারাবাহিকের প্রধান নায়িকা গুনগুনের মৃত্যু নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সিরিয়ালের প্রধান নায়িকা গুনগুনের মৃত্যু দেখানোয় লেখিকার ওপর ক্ষেপে লাল হয়ে গিয়েছিলেন গুনগুন অভিনেত্রী তৃণা সাহার অসংখ্য অনুরাগী।

   

সোহিনী সেনগুপ্ত,Sohini Sengupta,খড়কুটো,Khorkuto,পুটুপিসি,Putu Pisi,আবেগপ্রবণ,Emotional

দর্শককদের এইভাবে কাঁদিয়ে সিরিয়াল শেষ করায় লেখিকাকে এক হাত নিয়েছিলেন সকলে। তবে গুনগুন অভিনেত্রী তৃণা সাহা অবশ্য জানিয়েছিলেন শেষ মুহূর্তের কিছু ভালো কিছু উপহার রয়েছে দর্শকদের জন্য। হয়ও তাই, শেষ এপিসোডে দেখা যায় গুনগুনের ছেলে ঈশানের লাভ ইন্টারেস্ট হয়ে এক অন্যরূপে ফিরে এসেছে গুনগুন নিজেই।

Sohini Sengupta will became mother of actress payel dey in Colors Bangla News Serial

এ কথা ঠিক দীর্ঘদিন ধরে একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে একেবারে পরিবারের মতো হয়ে উঠেছিলেন সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা। তাই দীর্ঘদিনের যাত্রাপথ এভাবে হঠাৎ করে থেমে যাওয়ায় মন খারাপ হয়েছিল সকলেরই। সিরিয়াল শেষের পর এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত নিজেই।

সোহিনী সেনগুপ্ত,Sohini Sengupta,খড়কুটো,Khorkuto,পুটুপিসি,Putu Pisi,আবেগপ্রবণ,Emotional

অভিনেত্রী বলেছেন যেদিন তিনি খড়কুটোর শেষ শট দিয়েছিলেন সেদিন প্রচন্ড কেঁদে ফেলেছিলেন তিনি। তবে এখন তিনি ঠিক হয়ে গিয়েছেন। ইদানিং লীনা গাঙ্গুলীর লেখা আরও একটি সিরিয়াল ‘গুড্ডি’-তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। তাই আপাতত গুড্ডি সিরিয়ালের এই চরিত্রটি নিয়েই ভাবছেন অভিনেত্রী।


খড়কুটোর শুটিং এর শেষ দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে আবেগপ্রবণ (Emotional) সোহিনী সেনগুপ্ত বলেছেন খড়কুটো জীবনের প্রথম মেগা সিরিয়াল। সেখান থেকে অনেক কিছু  শেখার পাশাপাশি অনেক বন্ধুও পেয়েছেন তিনি। আমার সবাই কাজ ছিল সেটাও চোখের সামনে দেখা আমার কাছে একটা অভিজ্ঞতা। শেষদিনের শুটিংয়ে সবাই কাঁদছিল সেটাও চোখের সামনে দেখা অভিনেত্রীর কাছে  অভিজ্ঞতা ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

site