বলা হয় বিনোদন জগতে নায়িকারা (Actress) কখনও একে ওপরের বন্ধু হতে পারেন না। সম্প্রতি তারই হাতে গরম প্রমাণ পেয়েছে বাংলা ইন্ডাস্ট্রি (Tollywood)। আসন্ন বাংলা ওয়েব সিরিজ ‘মাতঙ্গী’র শুটিং চলাকালীন দুই অভিনেত্রীর ইগোর লড়াই এখন পেজ থ্রীর পাতায় অন্যতম হট টপিক। যা নিয়ে ইদানিং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং তৃণা সাহা (Trina Saha)।
প্রসঙ্গত সোহিনী এবং তৃণা দুজনেরই কেরিয়ার শুরু হয়েছে ছোট পর্দার হাত ধরে। বাংলা সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করলেও সোহিনী এখন পাকাপাকিভাবেই সিনেমা এবং ওয়েব সিরিজের জগতে জাঁকিয়ে বসেছেন। অন্যদিকে তৃণাও বাংলা সিরিয়ালে সাফল্য লেভার পর ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেছিলেন সিনেমা যাবো ওয়েব সিরিজের জগতে। কিন্তু শুরুতেই নিজের ট্যানট্রামসের জন্য বিপাকে পড়েছেন অভিনেত্রী নিজেই।
সহ অভিনেত্রী সোহিনী সরকারের সাথে বিতর্কে জড়িয়ে এখন ভাবমূর্তিটাই নষ্ট হতে বসেছে তৃণা সাহার। টেলিপাড়ার কানাঘুঁষো শোনা যাচ্ছে ইদানিং অভিনেত্রীর হাবভাবে এসেছে বিরাট বদল। যার ফলে ইন্ডাস্ট্রির প্রযোজক-পরিচালকরাও তাঁকে কাজে নেওয়ার আগে নতুন করে চিন্তা ভাবনা শুরু করছেন বলে খবর।
ঠিক কি নিয়ে ঝামেলা হয়েছিল সোহিনি-তৃণার?
জানা যাচ্ছে ‘মাতঙ্গি’র সেটে প্রযোজনা সংস্থার তরফে অনেক বেশি বাড়তি সুযোগ-সুবিধা পাচ্ছিলেন সোহিনী। বিষয়টা চোখে পড়তেই সরব হয়েছিলেন তৃণা। সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে তৃণার অভিযোগ, সোহিনী নাকি তাঁর নাম না করেই আর্টিস্ট গ্রুপে অপমানজনক কথালিখেছিলেন। তাই তিনি ক্ষমা চাইতে বলেছিলেন তবে প্রোডকাশন হাউজের তরফে স্পষ্ট জানানো হয় সোহিনী ক্ষমা চাইবেন না।কোন দোষ না করে তৃণাও মানিয়ে নিতে রাজি নন। তাই সেদিন নাকি তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন।
সোহিনীর প্রতিক্রিয়া:
এতদিন এ বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহিনী মুখ খুলেছেন। সরাসরি খোলসা করে কিছু না বললেও সোহিনী এদিন সাফ জানিয়েছেন ইগো আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু কাজের সময় কাজ কাজটাই মন দিয়ে করি কাজ শেষ হলে আবার সেই সমস্যাই থেকে যায়। এছাড়া এদিন সোহিনীর কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে তাকে আর তৃণাকে আবার কোন প্রজেক্টে একসাথে দেখতে পাওয়া যাবে কিনা? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন যদি তাকে তাঁর পছন্দমত কোন চরিত্র দেওয়া হয় এবং পারিশ্রমিকটাও তিনি ঠিকঠাক পান তাহলে তার কাজ করতে কোনো আপত্তি নেই।