• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জল্পনাই সত্যি হল,শেষ হচ্ছে সোহাগ জল, প্রকাশ্যে শেষ শুটিংয় সহ সম্প্রচারের দিনক্ষণ!

Published on:

Sohag Jol will air off soon fans feels sad

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন নতুন সিরিয়ালের মেলা যার ফলে একের পর এক শেষ হয়ে যাচ্ছে পুরনো সিরিয়ালগুলিকে। জল্পনাকে সত্যি করেই এবার এই তালিকায় যোগ হতে চলেছে জি বাংলায় (Zee Bangla) অন্যতম চর্চিত সিরিয়াল ‘সোহাগ জল’ (Sohag Jol)। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিকটি নিয়ে কম ট্রোলিং হয়নি সোশ্যাল মিডিয়ায়।

বিশেষ করে  সিরিয়ালের নায়ক জুঁই-শুভ্রর (Jui-Shubhra) মতোই সমান চর্চায় খলনায়িকা বেণী বৌদিও (Beni Boudi)। গত বছরের অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসেই টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু হয়েছিল এই সিরিয়ালের। শুরু থেকেই জুঁইয়ের চরিত্রে স্বেতা ভট্টাচার্য এবং শুভ্রর চরিত্রে হানি বাফনার অভিনয়  করেছিল দর্শকদের।

Sohag Jol became slot leader because of Beni Boudi Says Netigens

তবে  বিবাহিত দেওর শুভ্র ঠাকুরপোকে পাওয়ার জন্য বিধবা বেণী বৌদির একের পর চক্রান্ত নিয়ে কম নিন্দা হয়নি সোশ্যাল মিডিয়ায়।পারিবারিক ঘটনা কেন্দ্রিক মেলোড্রামায় এক সময় ‘পরকীয়া’র মতো বিষয় এতটাই প্রাধান্য পেতে শুরু করেছিল যে অনেকেই এই সিরিয়ালের নাম পাল্টে ‘পরকীয়ার জল’ করে দেওয়ারও দাবি জানিয়েছিলেন।

শুরু থেকেই টি আর পি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারেনি এই সিরিয়ালটি। টি আর পি তালিকায়  লাগাতার এইভাবে ধাক্কা খেতে খেতেই এবার সত্যি সত্যিই শেষের মুখে এই সিরিয়াল। টিভির পর্দায় এই সিরিয়ালের শেষ সম্প্রচারের তারিখ জানা না গেলেও জানা যাচ্ছে আগামী ২৬ জুন, সোমবারেই শেষ হবে সোহাগ জলের শ্যুটিং।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,শুভ্র,Subhro,বেণী বৌদি,Beni Boudi,বিবাহবহির্ভুত সম্পর্ক,Extramarital Affairs,শেষ হচ্ছে,Air Off,শেষ শুটিং,Last Shooting

আর সোহাগ জলের শ্যুটিং শেষ হয়ে যাওয়ার খবর পেয়ে এবার সত্যিই মনখারাপ হয়ে গিয়েছে দর্শকদের। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন বাড়ি থেকে অফিসের সম্পত্তি সব কায়দা করে নিজেদের দখলে করে নিয়েছে বেণী আর সাম্য। তবে এবার দেখার জুঁই কিভাবে বেণীর হাত থেকে আবার সবটা ছিনিয়ে নেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥