• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP কমতেই লালবাতি, ৭ মাসেই শেষ ‘সোহাগ জল’! মুখ খুললেন গল্পের নায়ক হানি বাফানা

Published on:

Sohag Jol serial Subhra actor Honey Bafna's reaction on air off news

ছোট পর্দায় এখন যেমন নতুন সিরিয়াল আসছে তেমনি একই পর এক হিড়িক পড়েছে চলতি সিরিয়াল শেষ হওয়ার। প্রায় দিনই যেন পালা করে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। এবার শোনা যাচ্ছে জল্পনা কে সত্যিই করেই শেষের মুখে জি বাংলার (Zee Bangla) অন্যতম ‘পরকীয়া স্পেশাল’ চর্চিত ধারাবাহিক ‘সোহাগ জল’ (Sohag Jol)।

প্রথম দিকে এই সিরিয়াল বন্ধের খবর ভুয়ো বলে দাবি করা হলেও এখন শোনা যাচ্ছে আগামী জানা যাচ্ছে আগামী ২৬ জুন, সোমবারেই শেষ হবে সোহাগ জলের অন্তিম পর্বের শুটিং। তবে টিভির পর্দায় সিরিয়ালটি শেষবার কবে সম্প্রচারিত হবে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা কিছুই জানা যায়নি। তবে পছন্দের সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবরে বেশ মনখারাপ পর্দার জুঁই-শুভ্র ভক্তদের।

Sohag Jol will air off soon fans feels sad

এরইমধ্যে এই সিরিয়াল বন্ধের বিষয়ে জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল এই সিরিয়ালের নায়ক শুভ্র অভিনেতা হানি বাফনার সাথে। সিরিয়াল বন্ধের খবর প্রসঙ্গে হানি এদিন জানিয়েছেন, ‘এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন এমনটাই। সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।’

কিন্তু এখনকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি (TRP)। আর এই টিআরপি তালিকায় লাগাতার ধাক্কা খেয়েই একেবারে তলানিতে ঠেকেছে এই সিরিয়ালের স্কোর। এমনকি ইদানিং সেরা দশেও জায়গা হয়নি এই সিরিয়ালের। তাই শেষ পর্যন্ত সব দিক নিজের বিবেচনা করে এবার সত্যিই শেষের মুখে সোহাগ জল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,জুঁই,Jui,শুভ্র,Subhro,হানি বাফানা,Honey Bafna,শেষ হচ্ছে,Air Off,শেষ শুটিং,Last Shooting

তবে অন্যান্য সিরিয়ালের সাথে হাডাহাড্ডি প্রতিযোগিতায়  পেরে না ওঠার কারণেই  ‘সোহাগজল’ শেষ হচ্ছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি অভিনেতার তরফ থেকে। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। এছাড়া নিত্য-নতুন সিরিয়ালের আগমন তো রয়েইছে।

প্রসঙ্গত সোহাগ জল সিরিয়ালের মধ্য দিয়ে দর্শকরা জুঁই-শুভ্র রূপে প্রথমবার পেয়েছিলেন শ্বেতা ভট্টচার্য এবং হানি বাফনার জুটিটাকে। ইতিপূর্বে দুজনেই আলাদা একাধিক সিরিয়ালের অভিনয় করলেও  একসাথে এই প্রথম এই সিরিয়ালে জুটি বেঁধেছিলেন তাঁরা। পর্দায় জুইঁ -শুভ্র জুটির রসায়নও কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকমহলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥