• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যে বেণী বৌদির সন্তানের বাবার পরিচয়, ধামাকা পর্বে সব পরকীয়ার কেচ্ছা ফাঁস করল জুঁই

Published on:

Sohag Jol Beni Boudi's Child father revealead every one is schoked to hear the truth

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ব্যাপক চর্চিত সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই সিরিয়ালের নায়ক জুঁই-শুভ্র (Jui Subhra) অল্পদিনের দর্শকদের দারুন পছন্দের একটি জুটি হয়ে উঠেছেন। তবে শুরু থেকেই তাঁদের জীবনে ‘খাল কাটা কুমিরের’ মতো এসে অশান্তি তৈরী করে চলেছে খলনায়িকা বেণী (Beni)।

শুরু থেকেই বিবাহিত শুভ্র ঠাকুরপোর প্রতি এই বেণী বৌদির দুর্বলতার কথা অজানা নয় কারও কাছে। যদিও আজ অবধি শুভ্র তাঁকে অন্য চোখে দেখেনি কোনোদিন। অন্যদিকে শুভ্রর আর এক দাদা সাম্যের সাথেও সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়েছে বেণী। কিন্তু সে সেই সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করায় এক ঢিলে দুই পাখি মারতে সব দোষ শুভ্রর ঘাড়ে চাপিয়ে নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে বিয়ের নাটক করতে শুরু করে বেণী।

জি বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,জুঁই,Jui,শুভ্র,Subhra,বেণী,Beni,সাম্য,Samyo,সাম্যর বৌ,Samyos Wife,নতুন চমক,New Twist

মধ্যবিত্ত বাঙালি পরিবারে এমন নোংরামি দেখে চটে লাল দর্শকদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কেউ কেউ এই সিরিয়ালের নাম বদলে ‘পরকীয়ার জল’ রাখার দাবি জানিয়েছেন। আবার কেউ এই সিরিয়াল বয়কটের ডাক দিয়েছেন। যার ফলে নায়ক নায়িকা জুঁই-শুভ্রকে ছাপিয়ে গিয়ে ইদানিং ধারাবাহিকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সুদীপ্তা অভিনীত এই বেণী বৌদির চরিত্রটি।

জি বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,জুঁই,Jui,শুভ্র,Subhra,বেণী,Beni,সাম্য,Samyo,সাম্যর বৌ,Samyos Wife,নতুন চমক,New Twist

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন সাম্য আর বেণীর পর্দা ফাঁস করতে অসুস্থতার নাটক করেছিল জুঁই। আর ছেলে বৌমাকে আসল অপরাধী ধরার জন্য এই কাজে সাহায্য করেছিলেন শুভ্রর মা। অন্যদিকে জুঁইয়ের মিথ্যে অসুস্থতার ফাঁকেই শুভ্র বেণীকে দিয়ে আসল সত্যিটা স্বীকার করিয়ে নিয়ে সব বয়ান রেকর্ড করিয়ে নিয়েছে।

সেইসব প্রমাণ সহ সাম্যর গলায় দা ধরে তাকে বাড়ি নিয়ে এসেছে জুঁই শুভ্র। আর বেণীর বলা সমস্ত বয়ান আর সাম্যই যে বেণীর সন্তানের বাবা তা সকলের সামনে প্রমাণ করে দিয়েছে জুঁই। আর নিজের স্বামীর এই নোংরামির কথা জানার পর এদিন একেবারে পাগলের মতো আচরণ করছিল সাম্যর বৌ।

জি বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,জুঁই,Jui,শুভ্র,Subhra,বেণী,Beni,সাম্য,Samyo,সাম্যর বৌ,Samyos Wife,নতুন চমক,New Twist

যা দেখে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে একজন লিখেছেন ‘বেণীর বাচ্চার বাবা সাম্য সেটা সবার সামনে নিজেই স্বীকার করলো সাম্য। সেটা শুনে সাম্যর বৌয়ের কান্না। না মানে বলছি যে সাম্যর বৌ কি স*তী*ন কা*টা ব্রত করবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥