এখনকার বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পরকীয়া (Extra Marital Affairs)। যা দেখিয়েই টিআরপি টানে সিরিয়ালের নির্মাতা। আর এইভাবেই এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত একটি ধারাবাহিক হয়ে উঠেছে ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই সিরিয়ালের নায়ক জুঁই-শুভ্র হলেও তাঁদের জীবনে এখন ‘খাল কাটা কুমিরের’ মতো এসে অশান্তি তৈরী করে চলেছে খলনায়িকা বেণী (Beni)।
ধারাবাহিকে নায়ক শুভ্রর এই বিধবা বেণী বৌদির (Beni Boudi) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। নায়ক নায়িকা জুঁই-শুভ্রকে ছাপিয়ে গিয়ে ইদানিং ধারাবাহিকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সুদীপ্তা অভিনীত এই বেণী বৌদির চরিত্রটি।
শুরু থেকেই বিবাহিত শুভ্র ঠাকুরপোর প্রতি তাঁর দুর্বলতার কথা অজানা নয় কারও কাছে। যদিও আজ অবধি শুভ্র তাঁকে অন্য চোখে দেখেনি কোনোদিন। অন্যদিকে শুভ্রর আর এক দাদা সাম্যের সাথেও সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়েছে বেণী। কিন্তু সে সেই সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করায় এক ঢিলে দুই পাখি মারতে সব দোষ শুভ্রর ঘাড়ে চাপিয়ে নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে বিয়ের নাটক করতে শুরু করে বেণী।
মধ্যবিত্ত বাঙালি পরিবারে এমন নোংরামি দেখে বেজায় চটেছেন দর্শকদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কেউ কেউ এই সিরিয়ালের নাম বদলে ‘পরকীয়ার জল’ রাখার দাবি জানিয়েছেন। দর্শকদের সমস্ত কটাক্ষ থেকে শুরু করে ট্রোলিং নিয়ে সম্প্রতি এইসময় ডিজিটালে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
এপ্রসঙ্গে এদিন অভিনেত্রী বলেছেন ‘সিরিয়ালে কিন্তু পরকীয়া দেখানো হচ্ছে না। যাঁরা প্রথম থেকে ধারাবাহিকটা দেখছেন, তাঁরা জানেন। পুরোটাই বেণীর চক্রান্ত।’ এরপরেই খানিকটা বেণীর পক্ষ নিয়েই সুদীপ্তা বলেছেন ‘একটা মেয়ে সে বিধবা। জীবনে কিছু পায়নি সে। শুভ্রকে খুব ভালোবাসে। তবে সে বদমায়েশ তো বটেই। আর বদমায়েশি করেই পেতে চায় শুভ্রকে। দর্শকের কেমন লাগছে আমি জানি না। তবে খুব রাগ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি।’
প্রসঙ্গত যতই এই সিরিয়ালের নাম ‘পরকীয়ার জল’ রাখার দাবি করুন পর্দার বেণী বৌদি কিন্তু সিরিয়ালে পরকীয়া খুঁজে পাননি কোথাও। এপ্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন ‘কেন লোকজন এটাকে পরকীয়া বলছেন আমি জানি না। এটা বেণীর ওয়ান সাইডেড লাভ। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নয়। সে নিজেই সিঁদুর পরে নিয়েছে।’