জি বাংলার (Zee Bangla) পর্দায় সদ্য শুরু হওয়া এক ঝাঁক নতুন সিরিয়াল গুলির (New Serial) মধ্যে অন্যতম হল ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই ধারাবাহিকে নায়িকা জুঁইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং নায়ক শুভ্রর চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেতা হানি বাফনাকে ।
দর্শকরা সকলেই জানেন শুভ্র ঠাকুরপোর প্রতি তাঁর বিধবা বেনী বৌদির (Beni Boudi) দুর্বলতার কথা। তাই শুরু থেকেই এই সিরিয়ালের পরকীয়ার ট্র্যাক অজানা নয় কারও কাছেই। ধারাবাহিকে এই বেনী বৌদির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় জনপ্রিয় টেলি অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)।

সিরিয়ালটি যারা টিভির পর্দায় রোজ দেখছেন তারা সকলেই জানেন বেণী বৌদির গর্ভে আসলে শুভ্র নয় রয়েছে সাম্যর সন্তান। কিন্তু সে সকলের সামনে আসল সত্যিটা না বলে শুভ্রর সাথে জোর করে বিয়ে করে বিধবার বেশ ছেড়ে সধবা সেজে ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত আগের দিন জোর জবরদস্তিতে শুভ্রর হাতে সিঁদুর লেগে গেলেও সিঁদুরটা কিন্তু আসলে নিজেই পরে নিয়েছিল বেণী বৌদি।

আসলে এইভাবে সে জুঁই শুভ্রর মধ্যে দূরত্ব তৈরী করার চেষ্টা করছিল। অন্যদিকে জুঁইও প্রথমদিকে বোকার মতো বেণীর কথা বিশ্বাসও করে নিয়েছিল। এরই মধ্যে এসে গিয়েছে সিরিয়েলের এক নতুন প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘরে ঢুকে বেণী বৌদি বলছে ‘এত রাতে তুমি আমাকে কেন এঘরে ডেকেছো সাম্য? তুমি আমার বাচ্চার পরিচয় দাওনি, তুমি একটা ফ্রড’।
আর তারপরেই ঘরের আলো জ্বলে উঠতেই দেখা যায় চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে জুঁই। বেণী বৌদির নিজের মুখ দিয়েই আসল সত্যি শোনার পর জুঁইয়ের বুঝতে একটুও অসুবিধা হয় না যে সাম্যর বদলে সে বীনা কারণে শুভ্রকে দশ দিচ্ছে। তাই সে ঠিক করে নেয় এবার সে তার শুভ্র বাবুর মাথায় লাগা কলঙ্কের দাগ মুছবেই। সত্যিটা এবার সে সবার সামনে প্রমাণ করবেই।
এই ভাবে বেণীর বৌদির মুখের ওপর ঝামা ঘষে দিতে দেখে বেজায় খুশি হয়েছেন দর্শক। তাই সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের নতুন প্রমো দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছে নেটিজেনদের এক গুচ্ছ মন্তব্য।