• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্ভবতী হতেই সিঁথিতে সিঁদুর, শুভ্রর স্ত্রী হতে চায় বেণী বৌদি! ফাঁস ‘সোহাগ জল’র বড়সড় টুইস্ট

শুরু থেকেই বেশ চর্চায় রয়েছে জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল (New Serial) ‘সোহাগ জল’ (Sohag Jol)। ধারাবাহিকে নায়িকা জুঁইয়ের (Jui) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা  ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং নায়ক শুভ্রর (Suvro) চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেতা হানি বাফনাকে (Honey Bafna)।
এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন প্রথম থেকেই এই ধারাবাহিকে দেখা যাচ্ছে পরকীয়ার (Extra Marital Affair) ট্র্যাক। শুভ্র ঠাকুরপোর প্রতি তাঁর বিধবা বেনী বৌদির (Beni Boudi) দুর্বলতার কথা অজানা নয় কারও কাছেই।ধারাবাহিকে এই বেনী বৌদির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় জনপ্রিয় টেলি অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)।
বাংলা সিরিয়াল,Bengali Serial,সোহাগ জল,Sohag Jol,নতুন প্রোমো,New Promo,জুঁই,Jui,শুভ্র,Subhro,বেনী বৌদি,Beni Boudi

কখনও না বলেই সে আড্ডা মারতে চলে আসে শুভ্রর ঘরে আবার কখনও জুঁইয়ের অপছন্দ জেনেও লুকিয়ে সিগারেটের প্যাকেট এগিয়ে দেয় ঠাকুরপোর সামনে। প্রসঙ্গত সোহাগ জলের শুরুতেই শুভ্র আর জুঁইয়ের বিয়ে দেখেছেন দর্শক। যদিও প্রতিশ্রুতি মতোই ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল জুঁই ,কিন্তু শুভ্রর মা অসুস্থ হওয়ায় তাঁর কথা ভেবে ফিরে এসেছে সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সোহাগ জল,Sohag Jol,নতুন প্রোমো,New Promo,জুঁই,Jui,শুভ্র,Subhro,বেনী বৌদি,Beni Boudi
এরইমধ্যে সিরিয়ালে এসেছে একটি ধামাকাদাড় টুইস্ট। দেখা যাচ্ছে আচমকা গর্ভবতী হয়ে পড়েছে বেনী বৌদি। আর তার গর্ভের সন্তান শুভ্রর দাদা সাম্যর। যে নিজেও বিবাহিত। এমনিতেই বাংলা সিরিয়ালের এমন নিন্ম রুচির ট্র্যাক দেখে খেপে লাল দর্শক। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল ট্রোলিং।

এরইমধ্যে দ্বিগুণ চমক নিয়ে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে এতদিন বিধবা সেজে যে বেনী বৌদি সারাক্ষণ সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতো এখন তাঁর সেই সাজ উধাও। একমাথা সিঁদুর,লাল  শাড়ি,গা ভর্তি সোনার গয়না পরে এসে সে শুভ্রর স্ত্রীর অধিকার দাবি করছে l এরই মধ্যে স্বামীর অধিকার দাবি করতে এসেছে জুঁই। সোহাগ জলের নতুন প্রোমো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
site