চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। তৃণমূল নেতা সৌম্য বক্সীর (Soumya Bakshi) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ‘সোহাগ জল’ অভিনেত্রী। বিয়ের পর নিজের পদবী বদলে হয়ে গিয়েছেন সুদীপ্তা বক্সী (Sudipta Bakshi)। গত ১ মে বিয়ে করেছেন সুদীপ্তা। এরপর থেকে কাজ এবং বিবাহ পরিবর্তী আচার অনুষ্ঠান নিয়েই ব্যস্ত আছেন তিনি।
রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন সৌম্য-সুদীপ্তা। একেবারে রূপকথার বিয়ে যাকে বলে! তবে বিয়ের আসরকেও ছাপিয়ে যায় অভিনেত্রীর রিসেপশনের আয়োজন। প্রায় আড়াই হাজার অতিথি আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। টেলি দুনিয়া, টলি তারকারা তো বটেই, সুদীপ্তা-সৌম্যর বৌভাতে উপস্থিত হয়েছিলেন রাজ্য রাজনীতির একাধিক নামকরা ব্যক্তিত্বরা।
তবে বিয়ের অনুষ্ঠান মিটতেই ফের কাজে ফিরেছেন ‘সোহাগ জল’ (Sohag Jol) অভিনেত্রী। শ্যুটিং এবং বিবাহ পরবর্তী নানান আচার অনুষ্ঠান একসঙ্গে সামলাচ্ছেন সুদীপ্তা। কয়েকদিন আগেই সুবচনী পুজোর ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এরপর স্বামীর সঙ্গে একটি বিয়েবাড়িতে যান তিনি।
হলুদ রঙের একটি শাড়ি এবং হীরের গয়নায় সেজে উঠেছিলেন সুদীপ্তা। অভিনেত্রীর সাজে নতুন বৌয়ের ছাপ স্পষ্ট। সুদীপ্তার এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেই সঙ্গেই কয়েকজনের নজর কেড়েছে তাঁর গলায় থাকা লাল দাগ।
নেটিজেনদের একাংশের প্রশ্ন, সুদীপ্তার গলায় লাল দাগটা কীসের? কেউ কেউ আবার দাবি করেছেন, সেটা নাকি লাভ বাইটের দাগ। অনেকে আবার সেই যুক্তি মানেননি। সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তার গলার লাল দাগ নিয়ে আলোচনা চললেও অভিনেত্রী নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
View this post on Instagram
প্রসঙ্গত, জি বাংলার ‘সোহাগ জল’ ধারাবাহিকে খলনায়িকা বেণীর চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা। নায়ক-নায়িকা শুভ্র এবং জুঁইয়ের মতো দর্শকমহলে বেণী বৌদির চরিত্রটিও বেশ জনপ্রিয়। ধারাবাহিকে সদ্য মা হয়েছে বেণী। অনস্ক্রিন দেওরের সন্তান জন্ম দেওয়ার পর থেকেই গায়েব হয়ে গিয়েছিল সে। আসলে বিয়ের জন্য ধারাবাহিক থেকে কিছুদিনের ছুটি নিয়েছিলেন সুদীপ্তা। ধুমধাম করে সাত পাক ঘোরার পর ফের কাজে যোগ দিয়েছেন তিনি।