বাংলা বিনোদন জগতের (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। খলনায়িকা হিসেবেই আদায় করেছেন ব্যাপক জনপ্রিয়তা। দর্শকদের কারোর কাছে তাঁর পরিচিতি ‘রানী মণিমল্লিকা’ হিসেবে, কারোর কাছে আবার ‘বেণী বৌদি’ হিসেবে। এবার এই নামী অভিনেত্রীই সাত পাক (Wedding) ঘুরতে চলেছেন। প্রায় তিন বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।
এখন নিশ্চয়ই ভাবছেন ‘সোহাগ জল’এর (Sohag Jol) বেণী বৌদি (Beni Boudi) বাস্তবে কার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন? তাহলে জানিয়ে রাখি, সুদীপ্তার স্বামীও কিন্তু বেশ বিখ্যাত। তাঁর শ্বশুরবাড়ির প্রত্যেকে আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্ত। শাশুড়ি রাজ্যের প্রাক্তন বিধায়ক। এমনই এক বিখ্যাত পরিবারের বৌ হতে চলেছেন টলিপাড়ার এই নামী অভিনেত্রী।
সম্প্রতি সুদীপ্তাকে বিয়ের শুভেচ্ছা জানানোর জন্য আনন্দবাজার অনলাইনের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। হাসতে হাসতে ফোন তুলে তিনি প্রথমেই বলেন, ‘ধন্যবাদ’। সুদীপ্তার সংযোজন, ‘রাত ২টো পর্যন্ত এখন বিয়ের আলোচনাই চলছে’। অভিনেত্রী জানান, ‘আমাদের বাড়ির থেকে বেশি ওঁদের বাড়িতে প্রস্তুতি চলছে। এখন কেনাকাটা চলছে। বিয়ের আসর বসবে সায়েন্স সিটির পিছনে। বৌভাত হবে নিকো পার্কে’।
সুদীপ্তার বিয়েতে থাকবে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন। ‘সোহাগ জল’ অভিনেত্রী বলেন, ‘মেনুতে পোলাও, বিরিয়ানি, মাটন কোর্মা সব কিছুই থাকছে। বৌভাতে নিমন্ত্রিতর সংখ্যা হবে প্রায় আড়াই হাজার’। সব তো জানা গেল, কিন্তু বিয়েটা হচ্ছে কবে? অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ‘শ্রমিক দিবসে আমরা বিয়ে করছি। আমার বিয়ে ১মে’।
কবে, কোথায় বিয়ে হচ্ছে তা তো নাহয় জানা গেল, এখন তাহলে সুদীপ্তার হবু বরের পরিচয়টাও একটু জেনে নেওয়া যাক। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী আগামী ১ মে প্রেমিক সৌম্য বক্সীর (Soumya Bakshi) সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন। সৌম্য হলেন রাজ্যের প্রাক্রন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে।
সুদীপ্তা এবং সৌম্যর ২০২১ সালেই সাত পাক ঘোরার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বিয়ে পিছিয়ে যায়। অবশেষে চলতি বছর ১ মে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। তবে জানা গিয়েছে, বিয়ের পর আপাতত মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা নেই সুদীপ্তা-সৌম্যর।