• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবে বিয়ের পিঁড়িতে বেণী বৌদি! রইল পঞ্চব্যঞ্জনে সাজানো সুদীপ্তার আইবুড়োভাতের ভাইরাল ছবি

Published on:

Sohag Jol Beni Boudi actress Sudipta Banerjee aiburobhat Ceremony Photos Viral

বাংলা টেলি (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। এবার এই অভিনেত্রীই গাঁটছড়া (Wedding) বাঁধতে চলেছেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ের পিঁড়িতে বসছেন সুদীপ্তা। পাত্র অবশ্য বিনোদন দুনিয়ার মানুষ নন। অভিনেত্রীর পরিবারের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত।

১ মে প্রেমিক সৌম্য বক্সীর (Soumya Bakshi) সঙ্গে সাত পাক ঘুরবেন সুদীপ্তা। সৌম্য রাজ্যের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে। বিয়ে নিয়ে শুরু থেকেই কোনও লুকোছাপা করেননি সুদীপ্তা। সংবাদমাধ্যমের কাছেও এই নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। বিয়ের আগের দিন আয়োজিত হয়েছিল পর্দার বেনী বৌদির আইবুড়োভাত (Aaiburobhat)। সোশ্যাল মিডিয়ায় সেসকল ছবি শেয়ার করেছেন সুদীপ্তা নিজে।

Sudipta Banerjee, Sudipta Banerjee Aiburobhat, Sudipta Banerjee wedding

আইবুড়োভাত অনুষ্ঠানের জন্য গোলাপি রঙের শাড়ি পরেছিলেন ‘সোহাগ জল’ অভিনেত্রী। চুল খোলা, গলায় ছিল জুঁই ফুলের মালা। অভিনেত্রী হাতে, কানে, গলায় ছিল সোনার গয়না। নিয়ম মেনে, পিতলের থালায় করে সুদীপ্তার সামনে নানান রকমের পদ সাজিয়ে দেওয়া হয়েছিল।

প্রথমে পায়েস খাইয়ে সুদীপ্তাকে আশীর্বাদ করেন তাঁর বাবা। পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবার থেকে আশীর্বাদ নেন অভিনেত্রী। এদিন অবশ্য শুধুমাত্র তাঁর পরিবার-পরিজনেরাই নন, উপস্থিত ছিলেন তাঁর কাছের বন্ধুবান্ধবরাও। সকলকে নিয়ে এলাহিভাবে আয়োজিত হয় আইবুড়োভাত অনুষ্ঠান।

Sudipta Banerjee, Sudipta Banerjee aiburobhaat, Sudipta Banerjee wedding

পর্দার বেণী বৌদির আইবুড়োভাতের মেনু দেখলে যে কারোর জিভে জল চলে আসবে। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, মাছের মাথা, পাবদা মাছের রেজালা, পায়েস, চাটনি, কাঁচাগোল্লা, রসগোল্লা ছিল অভিনেত্রীর পাতে। সবকিছু দিয়ে একেবারে জমিয়ে ভুরিভোজ করেছেন তিনি। পাশাপাশি আইবুড়োভাতের দিন মাছ নিয়ে স্পেশ্যাল পোজও দেন সুদীপ্তা।


প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন সুদীপ্তা এবং সৌম্য। সায়েন্স সিটির কাছে একটি গ্রাউন্ড বুক করা হয়েছে অনুষ্ঠানের জন্য। বেশ এলাহিভাবেই গাঁটছড়া বাঁধছেন ‘সোহাগ জল’এর খলনায়িকা। আপাতত সুদীপ্তা-সৌম্যর এলাহি বিয়ের ঝলক দেখার জন্যেই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥