বাঙালি দর্শকদের কাছে বাঙালি সিরিয়াল মানেই বিনোদনের ডেলি ডোজ। সারাদিনের কাজের শেষে একটু মন ভালো করে নেবার সময়। আর বাঙালি দর্শকদের মধ্যে মিঠাই সিরিয়াল (Mithai Serial) দেখেন না এমন মানুষ খুব কমই রয়েছে। তাছাড়া ৫০ বার টিআরপি লিস্টে টপার হওয়া তো আর আর মুখের কথা নয়। তাহলে বুঝতেই পারছেন মিঠাই ফ্যানদের সংখ্যাটা নেহাত কম নয়।
তবে কয়েনের যেমন হেড টেল থাকে তেমনি লক্ষ লক্ষ ফ্যানের ভিড়ে কিছু এমন লোকও রয়েছে যারা মিঠাই দেখতে পছন্দ করেন না। যদিও তাতে মিঠাইলাভারদের বয়েই গেছে। সোশ্যাল মিডিয়াতে কোন সিরিয়াল সেরা কার কাহিনী কত ভালো সেই নিয়ে তর্ক লেগেই থাকে হামেশা। তবে সম্প্রতি নেটপাড়ায় মিঠাইকে নিয়ে করা এক ইউটিউবার তথা ইনফ্লুয়েন্সারের করা মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।
ঝিলাম গুপ্তা (Jhilam Gupta) নামটা অনেকের কাছেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়াতে রোস্টিং ভিডিও থেকে শুরু করে ব্লগিংয়ের জন্য বিখ্যাত সে। বাঙালি সিরিয়াল নিয়ে একাধিক ভিডিও করেছেন তিনি। যেখানে সিরিয়ালের একঘেয়ে স্ক্রিপ্ট থেকে গাঁজা খুরি গল্প নিয়ে সুর চড়াতে দেখা গেছে তাকে। ‛উড়ন তুবড়ি’, ‛যমুনা ঢাকি’ থেকে ‘সর্বজয়া’ এমন একাধিক হিট সিরিয়াল নিয়েই ভিডিও তৈরী করেছেন ঝিলাম।
ঝিলামের এই সিরিয়ালের রোস্ট ভিডিও দেখে নেটিজেনরাও কিন্তু বেশ মজাই পেয়েছে। সেটা কমেন্ট বক্স ও বাড়তে থাকা জনপ্রিয়তা দেখলে বোঝাই যায়। তবে সম্প্রতি ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের স্ক্রিপ্ট নিয়ে মন্তব্য করার পাশাপাশি মিঠাই সিরিয়ালকেও ন্যাকামি বলতেই খেপেছেন মিঠাই লাভাররা।
কিছুদিন আগেই একটি পোস্টে ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালে ঢ্যাঁড়শ খাওয়া আর ব্যাকগ্রউন্ডে ‘আব থাক চুকে হ্যায় ইয়ে কদম’ গান নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। সেখানেই নেটিজেনদের প্রশ্ন ছিল মিঠাই সিরিয়াল সম্পর্কে তাঁর মতামত কি? একেবারে নিরপেক্ষ মতামত।
নেটিজেনদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ওটা মতামত দেয়ার মত বিষয় কি? মিঠাই এর থেকে বেশি ন্যাকা সিরিয়াল আমি আজ অবধি দেখিনি বিশ্বাস করুন।’ কিন্তু মুশকিল হল এই মন্তব্যের পর ইনফ্লুয়েন্সারকেই ন্যাকা বলে আখ্যা দিয়েছেন মিঠাই ফ্যানরা। অবশ্য কিছু লোকে আবার ঝিলামের মন্তব্যের সাথে একমতও হয়েছেন।