• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘Vikram’ Vedha দিয়েই শুরু হবে প্লেব্যাক কেরিয়ার, বড় সাফল্য বাঙালি প্রতিভা স্নিগ্ধজিৎ-অনন্যার

রিয়্যালিটি শো থেকে শুধুমাত্র বিতর্কই জন্ম নেয়, এমন মঞ্চ আবার প্রতিভা তৈরি করে নাকি! এমন নানান কথা প্রায়ই শোনা যায়। তবে এই কথাটি যে সঠিক নয়, তা বারবার করে প্রমাণ করেছেন বহু তারকা। রিয়্যালিটি শোয়ের হাত ধরে উঠেই এখন বলিউড কাঁপাচ্ছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, জুবিন নটিয়ালরা। এবার এই রিয়্যালিটি শোয়ের হাত ধরে উঠেই বলিউডে (Bollywood) পা রাখলেন বাংলার দুই প্রতিভাবান গায়ক-গায়িকা।

বাংলার স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik) এবং অনন্যা চক্রবর্তীর (Ananya Chakraborty) উত্থান রিয়্যালিটি শোয়ের হাত ধরেই। এবার তাঁরাই বলিউডে প্রথম বড় ব্রেক পেলেন। বাংলা ‘সারেগামাপা’র হাত ধরে সঙ্গীত দুনিয়ায় পা রাখা স্নিগ্ধজিৎ-অনন্যা বলি সুপারস্টার ঋত্বিক রোশন, সইফ আলি খানের আগামী ছবি ‘বিক্রম বেধা’য় (Vikram Vedha) প্রথম প্লেব্যাক করলেন।

   

Vikram Vedha

‘সারেগামাপা’র হাত ধরে গানের দুনিয়ায় পা রেখেছিলেন স্নিগ্ধজিৎ এবং অনন্যা। দর্শকদের মাটির গানে মুগ্ধ করেছিলেন অনন্যা। অপরদিকে স্নিগ্ধজিৎ অর্জন করেছিলেন দ্বিতীয় স্থান। এরপর জাতীয় স্তরের রিয়্যালিটি শোয়েও পা রেখেছিলেন বাংলার এই দুই প্রতিভাবান শিল্পী। সেখানেও বিজয়ী না হতে পারলেও বিচারক এবং দর্শকদের মন জয় করেছিলেন তাঁরা।

Snigdhajit Bhowmik and Ananya Chakraborty

এবার বাংলার সেই দুই তারকাই ঋত্বিক এবং সইফের আগামী ছবি ‘বিক্রম বেধা’য় প্লেব্যাক করলেন। গত শনিবার মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান ‘অ্যালকোহলিয়া’। স্নিগ্ধজিৎ-অনন্যার দারুণ গলা এবং বোতল হাতে ঋত্বিকের গান একেবারে জমিয়ে দিয়েছে। সব মিলিয়ে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরাও।

অনন্যা আগেই জানিয়েছিলেন, হিমেশ রেশমিয়ার সুরে গান রেকর্ডিং করছেন তিনি। এরপর কলকাতায় পা রাখার পর রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছিল অনন্যা এবং স্নিগ্ধজিৎ দু’জনকেই। এবার ঋত্বিকের ছবিতে তাঁদের গান শোনার পর অনুরাগীদের প্রার্থনা, এভাবেই দু’জনে সাফল্যের দিকে এগিয়ে যাক। শুধু বাংলা নয়, নিজেদের দুর্দান্ত প্রতিভার মাধ্যমে জয় করে নিক সারা ভারতের অগণিত শ্রোতার মন।

অপরদিকে ‘বিক্রম বেধা’র নিরিখে বলা হলে, এটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘বিক্রম বেধা’র হিন্দি রিমেক। হিন্দি ‘বিক্রম বেধা’য় বিজয় সেতুপতির চরিত্রে ঋত্বিককে এবং আর মাধবনের চরিত্রে সইফকে দেখা যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

site